শিরোনাম
◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা ◈ যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক ◈ বিদেশি ক্রেতার আকর্ষণ কমায় পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম ◈ ইতিহাস গড়লেন রেহানা পারভীন: বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ লাভ ◈ ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে, কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ হ‌কি এশিয়া কাপে পাকিস্তান ভারতে না যাওয়ায় সুযোগ পেলো বাংলাদেশ ◈ বিক্ষোভে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৫ লাখ মানুষ ◈ সমস্যার অপর নাম কুমিল্লা রেলওয়ে স্টেশন, সমাধানের আশ্বাস আছে, কিন্তু পদক্ষপে নেই! ◈ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা পর ১০ জেলে উদ্ধার ◈ ভা‌স্কো দা গামার কা‌ছে সা‌ন্তোস ৬ গোল খাওয়ায় কোচ বরখাস্ত, নেইমার বললেন, আমি লজ্জিত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশ একাডেমির কাছে পাত্তাই পে‌লো না বাংলাদেশ এ’ দল

স্পোর্টস ডেস্ক : পার্থ স্কর্চার্স একাডেমির একাদশে একজন বাদে আর কারোরই ছিল না আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। 

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু মাঠের লড়াইয়ে অনভিজ্ঞ প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি নুরুল হাসান সোহানের দল। হেরে গেছে ৫ উইকেটে।

রোববার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে বাংলাদেশ। জবাবে দুই ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পার্থ।

এদিন বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্স একাডেমির একাদশে একমাত্র আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার ছিলেন ম্যাথিউ স্পুর্স। সাদা বলের ক্রিকেটে কানাডার হয়ে এই অলরাউন্ডার খেলেছেন মোট ১৫ ম্যাচ।

অন্যদিকে বাংলাদেশ একাদশে ছিলেন বিভিন্ন সময়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা নয়জন ক্রিকেটার। এদের মধ্যে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লের ভেতর ২৫ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটার- নাঈম (৫), সাইফ হাসান (১) ও জিশান আলমের (৯) উইকেট হারায় বাংলাদেশ। পরের ব্যাটারদের মধ্যে আফিফ হোসেন ছাড়া আর কেউ ২০ রানেরও দেখা পাননি।

শেষ পর্যন্ত ৪৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন আফিফ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে। অধিনায়ক সোহান ফেরেন ১৬ বলে ১৪ রান করে।

লক্ষ্য তাড়ায় নামা পার্থের ১১ রানে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান। নাঈম হাসান ও রকিবুলের স্পিনে দলীয় ৮১ রানের ভেতর আরও ৪ উইকেট হারায় একাডেমি দল। কিন্তু জোয়েল কার্টিসের ৪৪ ও স্পুর্সের ২৪ রানের অপরাজিত ইনিংসে কোনো বিপদ ছাড়াই জয় পায় তারা।

তিন ম্যাচে দুই হারে ১১ দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে সোহানের দল। নিজেদের চতুর্থ ম্যাচে আগামী মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের মুখোমুখি হবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়