শিরোনাম
◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ যাকে রাষ্ট্রপ্রধান বানানো হলো, তিনি লন্ডন গিয়ে সিজদা দিলেন: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে চ‌্যা‌ম্পিয়ন্স লিগ খেলতে আস‌ছেন ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো

স্পোর্টস রডস্ক : এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ চূড়ান্ত হয়ে গেল। ভারত থেকে এই প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান এবং এফসি গোয়া। গ্রুপ ‘ডি’তে গোয়ার সঙ্গে রয়েছে আল নাসের। অর্থাৎ, ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল‌দো। তুলনায় সহজ গ্রুপ পেয়েছে সবুজ-মেরুন শিবির। --- আনন্দবাজার

৩২টা দলকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘সি’তে রয়েছে মোহনবাগান। তাদের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তান আহাল এফসি। গ্রুপ ‘ডি’তে এফসি গোয়া, আল নাসের ছাড়া রয়েছে ইরাকের আল জ়াওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল।

গোয়া এবং আল নাসের একই গ্রুপে থাকায় রোনাল‌দোর ভারতে খেলতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। গোয়া যেমন আল নাসেরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। তবে সেই দলে সিআর সেভেনের থাকা নিশ্চিত নয়।

যু‌ক্তি অনুযায়ী, রোনাল‌দো নাকি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। ক্লাব কর্তৃপক্ষ তাঁকে বাধ্য করতে পারবেন না। চুক্তির এই শর্ত সত্যি হলে, রোনাল‌দোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তাঁর ইচ্ছার উপর। ফলে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলতে আসার একটা সম্ভাবনা থাকছেই। এ ব্যাপারে আল নাসের কর্তৃপক্ষ অবশ্য সরকারি ভাবে কিছু জানাননি।

ত‌বে কলকাতার ফুটবলপ্রেমীরা রোনাল‌দোর খেলা মাঠে বসে দেখতে পাবেন না। গোয়া নিশ্চিত ভাবেই ঘরের ম্যাচগুলো গোয়াতেই খেলবে। রোনাল‌দো না এলেও আল নাসেরের হয়ে খেলতে ভারতে আসতে পারেন সাদিও মানে, ফেলিক্স, ইনিগো মার্টিনেজ়ের মতো ফুটবলারেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়