শিরোনাম
◈ জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের ◈ কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর? ◈ শেখ হাসিনাকে যেভাবে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ◈ বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা  ◈ লাফার্জ হোলসিমের মাটি সংগ্রহে ফসলি জমি ও জলাশয় ধ্বংস: পরিবেশ ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা ◈ বাংলাদেশ ঋণের ‘২৬০ কোটি টাকা’ ফেরত দেয়নি, দাবি করল পাকিস্তান ◈ মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ◈ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ বিএনপিকে দুর্বল দেখাতে অপপ্রচারের চেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার: টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সব‌কিছু আ‌য়োজক‌দের মনগড়া, ব্যালন ডি’অর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যালন ডি'অরের শীর্ষ ৩০ জনের তালিকায় জায়গা পাননি। সম্প্রতি ফরাসি কর্তৃপক্ষর ঘোষণা করা তালিকায় টানা দ্বিতীয়বারের মতন নেই লিওনেল মেসির নামও। 

পাঁচবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী রোনালদো ২০১৭ সালে শেষবার এটি জিতেছিলেন। তবে গত কয়েক বছর ধরেই এই পুরস্কার নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছেন তিনি। নাম না থাকা প্রসঙ্গে ৪০ বছর বয়সী এই তারকা আবারও পুরস্কারটিকে গুরুত্ব দেননি। ---- ডেই‌লি স্টার

এ বছর শুধুমাত্র ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সক্রিয় খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই সৌদি আরবের আল-নাসর ক্লাবের হয়ে খেলা রোনালদো তাতে নেই। নেই যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলা মেসিও।

পর্তুগালে রিও অ্যাভের বিপক্ষে আল-নাসরের সাম্প্রতিক এক প্রদর্শনী ম্যাচে ৪-০ গোলে জয়ের পর রোনালদোকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবার কে ব্যালন ডি'অর জিততে পারে। এর উত্তরে তিনি তাচ্ছিল্যভরে ছোট করে বলেন, 'এটা (ব্যালন ডি'অর) মনগড়া।'

রোনালদো বুঝিয়ে দেন যোগ্যতার ভিত্তিতে নয়, ফরাসী সাময়িকির কর্তৃপক্ষ নিজেদের কল্পনাপ্রসূত এই পুরস্কার দিয়ে  থাকে!

গত বছর, রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন কিংবদন্তি প্রশ্ন তুলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রদ্রির হাতে পুরস্কারটি তুলে দিয়ে কেন রিয়ালের ভিনিসিউস জুনিয়রকে বাদ দেওয়া হয়েছে।

রোনালদো তখন বলেছিলেন, 'এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভিনিসিউসের এই পুরস্কারটি পাওয়া উচিত ছিল। আমার এমনটা বহুবার মনে হয়েছে (ব্যালন ডি'অরের বিশ্বাসযোগ্যতা নেই) এবং আমি রাগ অনুভব করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়