শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জুয়ার নেশায় ভারতীয় ক্রিকেট বোর্ড  অফিস থেকে ২৬১‌টি জার্সি চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

স্পোর্টস ডেস্ক : বিসিসিআইয়ের অফিসে বড়সড় চুরি! নেপথ্যে রয়েছে বোর্ডের মুম্বই অফিসেরই এক নিরাপত্তারক্ষী। জানা যাচ্ছে, আইপিএল ২০২৫-র মোট সাড়ে ছয় লাখ টাকার জার্সি চুরি গিয়েছে। কিন্তু কেন চুরি করতে গেলেন ওই নিরাপত্তারক্ষী? পুলিশের মতে, জুয়ার নেশায় শেষ পর্যন্ত 'রক্ষকই ভক্ষক' হয়ে উঠল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বোর্ডের অফিস থেকে ২৬১টি জার্সি চুরি গিয়েছে। যার প্রতিটির মূল্য ২৫০০ টাকা। অর্থাৎ মোট ৬.৫ লাখ টাকার জার্সি চুরি গিয়েছে। জানা যাচ্ছে, ফারুক আসলাম খান নামের ওই নিরাপত্তারক্ষীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। যদিও দুর্ভাগ্যের যে, হরিয়ানার এক অনলাইন ডিলারকে ফারুক জার্সিগুলো বিক্রি করে দিয়েছেন। তবে ৫০টি জার্সি পুলিশ উদ্ধারও করতে পেরেছে।

গত ১৩ জুন অডিটের সময় বোঝা যায়, গুদামঘর থেকে অনেক জার্সি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিসিসিআইয়ের কর্তারা সিসিটিভি ফুটেজে দেখেন, ওই নিরাপত্তারক্ষী একটি বাক্সে জার্সি নিয়ে চম্পট দিচ্ছেন। ধরা পড়ে পুলিশের কাছে ফারুক স্বীকার করেন, অনলাইন জুয়ায় তিনি সব টাকা হারিয়েছেন। যে কারণে তিনি এই পথ নিতে বাধ্য হন। তবে কতটাকায় তিনি হরিয়ানার ডিলারকে জার্সি বিক্রি করেছেন, তা জানাননি। পুলিশ ওই ডিলারকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

পুলিশকে মতে, ওই ডিলার জানতেন না যে, এটা চোরাই জার্সি। ফারুক তাঁকে বলেছিলেন, যে অফিসের কাজ চলছে বলে এগুলো বিক্রি করে দিতে বলা হয়েছে। সোশাল মিডিয়াতেই যোগাযোগ রাখতে থাকেন তিনি। পুলিশ ফারুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখছে। তবে ওই জার্সিগুলো প্লেয়ারদের না সাধারণ সমর্থকদের, তা জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়