শিরোনাম
◈ সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ! (ভিডিও) ◈ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ◈ ঢাকায় জাতিসংঘ মিশন স্থাপনে আপত্তি কিছু ইসলামী দলের, অবস্থান স্পষ্ট করল বিএনপি-জামায়াতসহ অন্যরা ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্তের সময় ছিল ৫৯০ শিক্ষার্থী ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি ◈ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল ◈ যেই দ্বীপে বাড়ি কিনলেই মিলবে নাগরিকত্ব! সৌন্দর্যের পাশাপাশি পাসপোর্টে মিলছে বৈশ্বিক সুবিধা ◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সে‌প্টেম্ব‌রে শুরু এনসিএল টি-টোয়েন্টি, ঢাকা ও চট্টগ্রামে কো‌নো ম‌্যাচ নেই

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির কোনো ম্যাচ রাখা হয়নি ঢাকা ও চট্টগ্রামে। তিনটি ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিলেট, রাজশাহী ও বগুড়াকে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পথচলা শুরুর আগে ২০১০ সালে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। তবে পরবর্তীতে এক যুগের বেশি সময় মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। 

টি-টোয়েন্টির জনপ্রিয়তা ও খেলোয়াড়দের চাহিদার কথা মাথায় রেখে ২০২৪ সালে নতুন করে এনসিএল টি-টোয়েন্টি শুরু করে দেশের ক্রিকেট বোর্ড। এনসিএল টি-টোয়েন্টির গত মৌসুমের পুরোটা হয়েছে সিলেটে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে সিলেটের গ্রাউন্ড টুতেও হয়েছে ম্যাচ। একই ভেন্যুর দুইটি মাঠে টানা খেলার হওয়ার ফলে শেষের দিকে এসে বড় রান দেখা যায়নি। যার ফলে নতুন মৌসুম ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটা ভেন্যু চেয়েছিল নান্নুর নেতৃত্বাধীন টুর্নামেন্ট কমিটি।

এ প্রসঙ্গে নান্নু নিজেই বলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার ইতোমধ্যে তিনটা ভেন্যু ঠিক করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে। সেই হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা কনফার্ম তিনটা ভেন্যুতেই হবে এনসিএল টি-টোয়েন্টি।’

টুর্নামেন্ট কমিটির প্রধানের চাওয়া মেনে নিয়েছে গ্রাউন্ডস কমিটি। এনসিএল টি-টোয়েন্টির সবগুলো ম্যাচ হবে সিলেট, রাজশাহী ও বগুড়াতে। তিন ভেন্যুর মোট চারটি মাঠে হবে ৮ দলের টুর্নামেন্টটি। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা মাথায় রেখেই কাছাকাছি ভেন্যুগুলো নির্বাচন করেছেন তারা। যার ফলে একই দিনে চারটি করে ম্যাচ হবে।

এ প্রসঙ্গে বিসিবির সূত্রটি বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টির জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের কাছে তিনটি ভেন্যু চাওয়া হয়েছে। আমরা নানান দিক বিবেচনা করে তিনটি ভেন্যুর অনুমোদন দিয়েছি। গতবারের মতো এবারও সিলেটে খেলা হবে। সিলেটের সঙ্গে রাজশাহী ও বগুড়াও যুক্ত করা হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে একই সঙ্গে চারটি মাঠে চারটি ম্যাচ আয়োজন করা।’

বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়নি। যতটুকু জানা গেছে বিসিবি থেকে অনুমোদন পেলে আগামী কিছুদিনের মধ্যে সূচি প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, টানা দুইদিন খেলা হওয়ার পর একদিন রেস্ট ডে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়