শিরোনাম
◈ আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ যাওয়া নয়: নাহিদ ইসলাম ◈ শ্যামগ্রাম সলিমগঞ্জ সড়কের বেহাল দশা, প্রতিদিনই ঝুঁকিতে যাত্রীরা ◈ ডলারের দাম কম ব্যাংকে, বাড়তি খোলা বাজারে ◈ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে দেশীয় গ্যাসফিল্ডগুলোর উৎপাদন ◈ অবশেষে পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ◈ ট্রাম্পের বাড়তি শুল্ক অর্থ উপার্জন করলেও তা বুমেরাং হবে ◈ আওয়ামীলীগ সরকারের আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল: ইসি ◈ ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস ◈ এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি ◈ বাংলাদেশ ব্যাংকের ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’: টেকসই প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২৪ দলের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ভাবনা, দু’ধাপে টেস্ট বিশ্বকাপ নিয়েও আলোচনা আই‌সি‌সির সভায়

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটে আবার বদলের ভাবনা সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র। বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকে শুরু হচ্ছে আইসিসি-র চার দিনের বার্ষিক সাধারণ সভা। সেখানেই টি২০ বিশ্বকাপ ও টেস্ট বিশ্বকাপ নিয়ে আলোচনায় বসবেন জয় শাহেরা। আরও কয়েকটা বিষয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে।

সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দুটো বিশ্বকাপকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন খেলে ন’টা দেশ। কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলে না। সকল দেশের ক্রিকেটের মানও সমান নয়। দ্বিপাক্ষিক সিরিজ় থেকে আয়েরও তফাত রয়েছে। তাই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছে, দু’ধাপে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে পারে। -- আনন্দবাজার

সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশ ও ভারতকে নিয়ে একটা ধাপ। এই পাঁচ দেশের মধ্যেই হবে বিশ্বকাপের ফাইনাল। দ্বিতীয় ধাপে থাকবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ়, জ়িম্বাবোয়ে, আফগানিস্তানের মতো দল। তারা নিজেদের মধ্যে খেলবে। প্রত্যেক দু’বছর অন্তর ফাইনাল হবে। নীচের ধাপ থেকে উপরের ধাপে উন্নয়ন ও পাল্টা অবনমনও থাকবে।

জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান হওয়ার পর তাঁর কাঁধে বড় দায়িত্ব। পাশাপাশি আইসিসি সংযোগ গুপ্তকে নতুন সিইও নিযুক্ত করেছে। তিনিও থাকবেন বৈঠকে। দু’ধাপে টেস্ট বিশ্বকাপ হলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশে একে অপরের বিরুদ্ধে আরও বেশি সিরিজ় খেলতে পারবে। এতে আয়ও বেশি হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা ২০২৭ সালের পর থেকে কার্যকর হবে।

২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টা দল। ইতিমধ্যেই ইটালির মতো দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ইটালির এই কৃতিত্বের পর আইসিসি-র মনে হয়েছে, উইরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। তা আরও বাড়াতে চায় তারা। এক দিনের বিশ্বকাপে দল বাড়ানোর সুযোগ নেই। কিন্তু টি-টোয়েন্টিতে তা আছে। ফলে পরের বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৪ দলের করার ভাবনা করছে আইসিসি।

আইসিসি-র সহযোগী সদস্যের সংখ্যা বাড়তে চলেছে। ২০১৯ সালে নিলম্বিত করা হয়েছিল জাম্বিয়াকে। এ বার তারা আবার আইসিসি-র সহযোগী সদস্য হবে। ইস্ট টিমোরকেও প্রথম বারের জন্য সহযোগী সদস্যের তকমা দিতে পারে আইসিসি। সেই সব বিষয়েও আলোচনা হওয়ার কথা চার দিনের বৈঠকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়