কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে "পারিবারিক ও সামাজিক পর্যায়ে বন্যা প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক মাঠ মহড়া" অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুলাই'২৫ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের আয়োজনে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে উক্ত বন্যা প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকিহ্রাসে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ড.আতিক মুজাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউ,এল,ও এ.বি.এম বায়েজীদ, সহকারী প্রকল্প কর্মকর্তা শাহ আলম সরকার প্রমুখ।
প্রধান অতিথি ডিসি নুসরাত সুলতানা তার বক্তব্যে বলেন,মাঠ মহড়ার মাধ্যমে মানুষজন বিভিন্ন তথ্য জেনে বন্যার পূর্ব প্রস্তুতি নিতে সক্ষম হবেন ও নদীতীরবর্তী মানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পাবে।