শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় অস্ত্র ও নগদ টাকাসহ অস্ত্র ব্যবসায়ী আটক 

এস এম সালাহউদ্দিন, (আনোয়ারা,কর্ণফুলী) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে আব্দুল মজিদ (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করে আনোয়ারা থানা পুলিশ। তিনি স্থানীয় মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

আটকের সময় তার বাড়ির পাশে পুকুর ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুরস্কে তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আমরা বেশ কিছুদিন ধরে আব্দুল মজিদকে নজরদারিতে রেখেছিলাম। তার বিরুদ্ধে রাতে অস্ত্র এনে ভোরবেলা সেগুলো বিক্রি করার গোয়েন্দা তথ্য ছিল।

আজ সকালে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করি। তার দেওয়া তথ্যমতে তার বাড়ির পাশে পুকুর ঘাট থেকে  দেশী ও বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও  নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়