শিরোনাম
◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ ◈ ঝালকাঠিতে এনসিপি’র গাড়িবহর আটকে দিলো বৈষম্যবিরোধীদের একটি পক্ষ (ভিডিও) ◈ নেপা‌লের বিরু‌দ্ধে শ্বাসরুদ্ধকর জয় বাংলা‌দেশ নারী দ‌লের ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার ◈ মাহফুজ হত্যাকাণ্ড: ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

নিজস্ব প্রতি‌বেদক :  প্রথম ম‌্যা‌চে দুর্দান্ত পারফরম ক‌রে শ্রীলঙ্কা‌কে ৯-১ গো‌লে হা‌রি‌য়ে দেয় বাংলা‌দেশ, এবার আরেক ফেভারিট নেপালের মুখোমুখি হয়েছে তারা। আজ রোববার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। প্রথম ম্যাচে যেমন আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ, তেমনি নেপালও নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৬-১ গোলে হারিয়ে দিয়েছে।

ফলে কাগজে-কলমে এবারের আসরে শিরোপার লড়াইটি গড়ে উঠেছে বাংলাদেশ ও নেপালের মধ্যেই। দুই দলই জানে—মুখোমুখি লড়াইয়ে যে জিতবে, সেই এগিয়ে থাকবে শিরোপার দৌড়ে।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী হারলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে। তবে আপাতত সেসব চিন্তা নয়, লক্ষ্য একটাই—প্রতিটি ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলা। সেই লক্ষ্যেই নেপালের বিপক্ষে জয়ের বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার।  

তিনি বলেন, আমাদের রিকভারি সেশন ছিল। সন্ধ্যায় আমরা কোচের সঙ্গে বসব। আর দলের সবাই সুস্থ আছে। নেপালের বিপক্ষে জয় ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা শিরোপা নিজেদের কাছেই রাখতে চাই। 

প্রথম ম্যাচের পরদিন মাঠে অনুশীলন করেনি বাংলাদেশ দল। খেলোয়াড়রা হোটেলেই কাটিয়েছেন সময়, করেছেন হালকা রিকভারি সেশন। সন্ধ্যায় নেপালের কিছু ম্যাচের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে বিশ্লেষণের জন্য।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে নারী সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট। চার দলের এই রাউন্ড-রবিন ভিত্তিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। মোট ছয় ম্যাচের এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জিত হবে। প্রতিদ্বন্দ্বী চার দল—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।  

শক্তিমত্তার বিচারে স্বাগতিক বাংলাদেশই এবার ফেভারিট। গত বছর সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভারতকে সঙ্গে নিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারের লক্ষ্য সেই শিরোপা ধরে রাখা। ঘরের মাঠে লাল-সবুজের দল সে লক্ষ্যেই এগোচ্ছে আত্মবিশ্বাসে ভর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়