শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি সদ্যই একটা ২৬ বছরের ছেলের সঙ্গে সহবাস করলাম এবং সেটা অসাধারণ ছিল: অভিনেত্রী চার্লিজ থেরন (ভিডিও)

অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন। যে অভিনেত্রীকে সাধারণত খোলামেলা স্বীকারোক্তির মানুষ বলা যায় না। বয়স ৪৯ হলেও এখনো তরুণী নায়িকাদের হার মানান এ অভিনেত্রী। তবে শুধু পর্দায় নয়, তার বাস্তব জীবনেও রোমাঞ্চকর।

সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অজানা কিছু ঘটনা জানালেন অভিনেত্রী যা শুনে রীতিমতো হতবাক অনুরাগীরা! 

নিজের আসন্ন চলচ্চিত্র ‘দ্য ওল্ড গার্ড ২’-এর প্রচারে এসে এক পডকাস্টে যৌনজীবন নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিলেন তিনি, যা শুনে অবাক সবাই। থেরন বলেন, ‘আমি সদ্যই একটা ২৬ বছরের ছেলের সঙ্গে সহবাস করলাম এবং সেটা অসাধারণ ছিল!’ এই কথা শোনামাত্র সঞ্চালক চিৎকার করে বলেন— ‘তাহলে এইমুহূর্তে এই পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান পুরুষ ও!’ চার্লিজ হেসে জবাব দেন, ‘সে অবশ্য তা ভাবছে না, তবে ঠিক আছে। ধন্যবাদ!’

এরপর অভিনেত্রী আরো বলেন, ‘আমি খুব বেশি ওয়ান নাইট স্ট্যান্ড করিনি। কিন্তু এটা অন্যরকম ছিল!’ থেরনের এই সাহসী স্বীকারোক্তির আগে সঞ্চালক যখন তার কাছে সহবাসের সেরা টিপ চাইলেন, থেরনের জবাব ছিল, ‘আমি এই বিষয়ে কিছু বলতে গেলে গিলেই ফেলছিলাম! আমি সত্যি শেষ মানুষ যে এই টিপ দিতে পারবে।

তবে হ্যাঁ, আমি এখন এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে আমার নিজের শরীর, নিজের পছন্দ—সব কিছুই আমার নিয়ন্ত্রণে।’

হলিউড অভিনেত্রী আরো বলেন, “আমার জীবনে এখনো পর্যন্ত মাত্র তিনবার ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছি। আর সদ্য যে একটার অভিজ্ঞতা হলো—আমি আগে কখনো এমন করিনি। কিন্তু এটা ছিল এক কথায় দুর্দান্ত! আর আমি ভাবছিলাম, এটা তো আমার ২০ বছর বয়সেই করতে পারতাম!”

দুই সন্তানের সিঙ্গল মা থেরন আরো বলেন, ‘সবাই চায় একটা চটপটে কিছু, সম্পর্কের রগরগে উত্তেজনা।

কিন্তু বাস্তবটা কঠিন। আমি রাতের ঘুমটাকেই সবচেয়ে বড় আকর্ষণীয় হওয়ার রহস্য বলে মনে করি। আসলে, থমকে যাওয়ার মতো বিষয়গুলো শুধু সাহসের নয়, নিজের ওপর বিশ্বাস রাখারও। ৪০ পেরিয়ে আমি বুঝতে শিখেছি, আমার শরীর, আমার পছন্দ, আমার নিয়মেই চলবে। অন্য কেউ ঠিক করে দেবে না আমি কী করব, কার সঙ্গে ঘুমাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়