শিরোনাম
◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ ◈ ঝালকাঠিতে এনসিপি’র গাড়িবহর আটকে দিলো বৈষম্যবিরোধীদের একটি পক্ষ (ভিডিও) ◈ নেপা‌লের বিরু‌দ্ধে শ্বাসরুদ্ধকর জয় বাংলা‌দেশ নারী দ‌লের ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার ◈ মাহফুজ হত্যাকাণ্ড: ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার

সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। ছবি: সংগৃহীত

হাবিবুর রহমান, পূর্বধলা, নেত্রকোনা: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৩ জুলাই) ভোরে জেলার দুর্গাপুর পৌরশহরের চায়না মোড় এলাকা থেকে নেত্রকোনা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে ঢাকা ডিবি পুলিশ। 

গ্রেফতার দুজন হলেন, সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। তাদের মধ্যে রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
 
তিনি বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় রোববার ভোরে অভিযান চালায়। এসময় তাদের দুই ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে ঢাকায় নিয়ে যায় ঢাকা থেকে আসা ডিবি পুলিশ।
 
এর আগে বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে দুবৃত্তরা। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করা হয়। আঘাতে আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। কেউ কেউ তার শরীরের ওপর উঠে লাফান। 

গত বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় সোহাগ হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫ থেকে ২০ জনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়