শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিয়ে করার প্রতিশ্রু‌তি দি‌য়ে  শারীরিক সম্পর্ক, মামলা হ‌লো ভারতীয় ক্রিকেটার যশ দয়া‌লের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেটার যশ দয়া‌লের ভারতীয় জাতীয় দলে এখনও অভিষেক হয়নি। তবে আইপিএলের কল্যাণে পরিচিত মুখ বাঁহাতি এই পেসার। মাস খানেক আগেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম আইপিএল ট্রফি জিতেছেন। এরই মাঝে বিব্রতকর কাণ্ডে নাম জড়াল তার। এক তরুণী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযাগ তুলেছেন। - এনডিটিভি

গাজিয়াবাদ এলাকার বাসিন্দা ওই তরুণী উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, গত পাঁচ বছর ধরে তিনি যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এই সময়ে তিনি মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে শোষণের শিকার হয়েছেন।
অভিযোগে ভুক্তভোগী ওই নারী জানান, ‘যশ দয়ালের সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল তার। এই সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবেগকে কাজে লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে শোষণ করেছেন। এমনকি বাদীকে নিজের পরিবারে স্ত্রী বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়, ফলে তার (দয়াল) ওপর পুরোপুরি আস্থা তৈরি হয়। পরে আমি জানতে পারি, তিনি অন্য নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্কে জড়িত।

মানসিক ও শারীরিকভাবে ব্যবহারের জন্য প্রতারণা করা হয়েছে অভিযোগ তুলে ভুক্তভোগী তরুণী আরও উল্লেখ করেন, ‘সম্পর্ক থাকাকালে বিবাদী (দয়াল) প্ররোচনা দিয়ে আর্থিকভাবে তার ওপর নির্ভরশীল ছিলেন। পরে জানা যায়, তিনি এভাবে অন্য নারীর সঙ্গেও সম্পর্ক চালিয়ে আসছেন। এই বিষয়ে পারস্পরিক কথোপকথন, স্ক্রিনশট, ভিডিও কল ও ছবি প্রমাণ হিসেবে যুক্ত করা হলো।’

এনডিটিভি জানিয়েছে, এই বছরের ১৪ জুন মহিলা ১৮১ মহিলা হেল্পলাইন নম্বরে ফোন করেন, তবে পুলিশের তরফ থেকে যথাযথ পদক্ষেপ না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাতে বাধ্য হন। ইতোমধ্যে এই ঘটনা তদন্তে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে ২১ জুলাই পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়