শিরোনাম
◈ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সংসদীয় কমিটির সামনে বিশেষজ্ঞদের মতামত উপস্থাপন, চীনের প্রভাব ও সাংস্কৃতিক কূটনীতির সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা ◈ চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘মার্চ টু এনবিআর’শুরু, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ◈ চীন সফরে পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে : মির্জা ফখরুল ◈ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু ◈ 'এই প্ল্যাটফর্মের ভবিষ্যত অন্ধকার', বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা ◈ কল‌ম্বো টে‌স্টে ইনিংস ও ৭৮ রা‌নে হে‌রে গে‌লো  বাংলাদেশ, সি‌রিজ জিত‌লো শ্রীলঙ্কা ◈ বিশ্বে প্রথম ১০ ভাষার তালিকায় রয়েছে কোন কোন ভাষা, বাংলা কত নম্বরে ◈ ঢাকার খিলক্ষেতে পূজা মণ্ডপ ভাঙা ও উচ্ছেদ নিয়ে কী জানা যাচ্ছে? ◈ আই‌সি‌সি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের নিয়ম পরিবর্তন করলো

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকে‌টে আমা‌দের ৫-৬ নম্বরে থাকা উচিত ছিলো : তাইজুল

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছরের পথচলা পূর্ণ হয়েছে গত ২৬ জুন। কিন্তু এই ২৫ বছরে টাইগাররা সাফল্য আনতে পেরেছেন হাতেগোনা। বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দশ নম্বরে বাংলাদেশ। ২৫ বছরের পথচলায় টাইগারদের অন্তত ৫-৬ নম্বরে থাকা উচিত ছিল বলে মনে করেন তাইজুল ইসলাম।

শুক্রবার কলম্বোতে প্রেস কনফারেন্সে এসে তাইজুল বলেন, ‘যদি আপনি ২৫ বছরের হিসাব করেন, আমাদের বিগত দিনে যে লিজেন্ড প্লেয়াররা ছিলো তারা অনেক কিছুই দিয়েছে দলকে। তার পরে যে আমরা আসছি, আমরা ঐ জায়গায় নিয়ে যেতে পারিনি। হয়তোবা আমাদের ৫-৬ এ থাকা উচিত ছিল। আমরা একটু পিছিয়ে আছি। -- ডেই‌লি ক্রিকেট

কলম্বোতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৪৫৮ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। যেখানে বড় অবদান রেখেছেন তাইজুল। ৫ উইকেট শিকার করেছেন টাইগার এ স্পিনার। টেস্ট ক্রিকেটে এটি তার ১৭তম ফাইফার। বিদেশের মাটিতে পঞ্চম। টেস্টে বিদেশের মাটিতে সাকিব আল হাসানও ৫বার ৫ উইকেট শিকার করেছিলেন। তবে সাকিব তাইজুলের চেয়ে ৮ ইনিংস বেশি খেলেছেন।

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ২৪৬ উইকেট শিকার করেছেন টাইগার এ অলরাউন্ডার। সাকিবকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন তাইজুল। টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ২৩৭টি। আর মাত্র ৯টি উইকেট নিলেও সাকিবকে স্পর্শ করবেন তিনি।

সাকিবের মতো ক্রিকেটারকে ছাড়িয়ে যেতে পারলে নিজের কাছেও ভালো লাগবে তাইজুলের। তিনি বলেন, ‘সাকিব ভাই অনেক বড় ক্রিকেটার। যখন আপনি একজন কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন তখন মনের মধ্যে ভালো লাগে। সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়