শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কল‌ম্বো টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ২১১ রা‌নের লিড নি‌লো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : কলম্বো টেস্টে দুই দলের প্রথম ইনিংস শেষে জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা। কারণ বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট করে দেওয়ার পর ৪৫৮ রান তুলেছে স্বাগতিকরা। ধনাঞ্জয়া ডি সিলভার দলের লিড ২১১ রান।

২৯০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা, হাতে ছিল ৮ উইকেট। তবে এদিন ঝলক দেখিয়েছে টাইগার বোলাররা। গতকাল ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা আজ বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুলের বলে শট কাভারে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ১৫৮ রান। গতকাল নাইট ওয়াচম্যান হিসেবে নামা প্রবাথ জয়াসুরিয়াকে ফিরিয়েছেন নাহিদ রানা। তার আগে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে প্যাভিলিয়নে ফেরান তাইজুল। ডানহাতি এ ব্যাটার ফেরেন ৭ রান করে। 

উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিলেন কামিন্দু মেন্ডিস। তবে তাকে বড় ইনিংস খেলতে দেননি নাঈম হাসান। লঙ্কান এ ব্যাটারকে বোল্ড করেছেন নাঈম। ৪১ বলে ৩৩ রান করেছেন কামিন্দু।

তবে বাংলাদেশের গলার কাটা হয়ে আছেন কুশল মেন্ডিস। উইকেটে আসার পর থেকেই সাবলীল ব্যাটিং করছেন তিনি। টাইগার বোলারদের কোনো সুযোগই দিচ্ছেন না উইকেট কিপার এ ব্যাটার। তাকে দারুন সঙ্গ দিচ্ছেন অভিষিক্ত সোনাল দিনুশা। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন কুশল। রান আউট হয়ে ফেরার আগে ৮৪ রান করেছেন ডানহাতি এ ব্যাটার।

বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তিনটি উইকেট শিকার করেছেন নাঈম হাসান। নাহিদ রানা নিয়েছেন একটি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়