শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার সূর্যকুমার যাদবের জার্মানিতে অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন ভারতের টি-২০ অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক : জার্মানিতে সফল অস্ত্রোপচার ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন 'স্কাই'। জার্মানির মিউনিখের একটি হাসপাতালে অস্ত্রোপচার করালেন তিনি। -- সংবাদপ্রতি‌দিন

হাসপাতাল থেকে একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের টি-২০ অধিনায়ক। ছবির সঙ্গে সূর্য লিখেছেন, "আমার পেটের নীচের ডান দিকে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। স্বস্তির খবর হল, সফল অস্ত্রোপচারের পর আমি সুস্থ হওয়ার পথে। ক্রিকেট মাঠে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

কিন্তু কবে মাঠে ফিরবেন সূর্য? সূত্রের খবর, আগস্টের দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও টি-২০ অধিনায়ক কবে মাঠে ফিরবেন, তা নিয়ে বিসিসিআই কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। ২৬ আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। সেই সিরিজের আগে সূর্যকুমার পুরোপুরি সেরে উঠতে পারবেন কিনা সংশয় রয়েছে। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। সেক্ষেত্রে বাংলাদেশ সফরে সূর্য যাবেন কিনা সংশয় রয়েছে।

প্রসঙ্গত, আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার। ১৬ ম্যাচে ৭১৭ রান করেছিলেন। গড় ৬৫.১৮। স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯। সবচেয়ে বড় ব্যাপার হল, ১৬টি ইনিংসেই ২৫+ রান করেছিলেন। যা আইপিএলের ইতিহাসে একটি রেকর্ডও। অস্ত্রোপচারের পর ভারতীয় দলের হয়েও সূর্য সেই ফর্ম দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়