শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক বছর ঝুলিয়ে রে‌খে ক্রিকেটারদের বিশ্বকাপের প্রাইজমানি দিচ্ছে ওমান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বছরখানেক পেরিয়ে গেলেও ক্রিকেটারদের প্রাইজমানি কোন অর্থ দিচ্ছিল না ওমান ক্রিকেট বোর্ড। 

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া, দেশ ছাড়তে বাধ্য করাসহ নানারকম ঝামেলা শেষে কাশ্যাপ প্রজাপতি, ফায়াজ বাটদের প্রাইজমানি দিতে রাজী হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে লম্বা সময়ের অপেক্ষা শেষে প্রাইজমানির টাকা পাচ্ছেন ওমানের ক্রিকেটাররা।

২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে ভারত। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া এবং স্কটল্যান্ডের গ্রুপে ছিল ওমান। স্বাভাবিকভাবেই গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই হেরেছিল তাঁরা। টুর্নামেন্টে ১৩ থেকে ২০ নম্বরের মধ্যে শেষ করেছিল ওমান।

বিশ্বকাপে ম্যাচ জিততে না পারলেও অংশগ্রহণ করায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে ২ লাখ ২৫ হাজার ডলার পায় ওমান। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শেষ হওয়ার ২১ দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে পাওয়া প্রাইজমানির অর্থ ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দিতে হবে। যদিও বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক মাস পরও সেই অর্থ ভাগ করে দেয়নি ওমানের ক্রিকেট বোর্ড।

প্রাইজমানির টাকা না পেয়ে গত বছরের সেপ্টেম্বরে কানাডায় ত্রিদেশীয় সিরিজ খেলতে আগে বিষয়টি সামনে আনেন প্রজাপতি। পরবর্তীতে ঘরের মাঠে ইমার্জিং টিমস এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত নেন দেশটির ক্রিকেটাররা। বোর্ডের বিরুদ্ধে যাওয়ায় তাদের হুমকি দেয়ার পাশাপাশি ১১ জনের কেন্দ্রীয় চুক্তি স্থগিত করে বোর্ড। এমনকি তাদের দেশ ছাড়তে বাধ্যও করা হয় বলে গুঞ্জন উঠে।

কয়েক মাস ক্রিকেটার ও বোর্ডের পাল্টাপাল্টি অভিযোগের শেষে সমাধানে পৌঁছেছেন তারা। ওমান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে আগামী জুলাইয়ের বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটার ও কোচিং স্টাফ এং সাপোর্ট স্টাফের সদস্যর মধ্যে ভাগ করে দেয়া হবে বলে নিশ্চিত করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়