শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কেউ ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলে না : শান্ত

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দুর্দান্ত খে‌লে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে গল টেস্টে ড্র করেছে।  শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা ড্র করার পর তাদের খেলার ধরণ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই মনে করেন একটু ক্যালকুলেটিভ রিস্ক নিলে গল টেস্টে জিততেও পারতো বাংলাদেশ। সমালোচকরা তো আবার এককাঠি সরেস! তাদের দাবি, ব্যক্তিগত মাইলফলকের জন্য ধীরগতিতে ব্যাট করেছেন টাইগাররা। -- ডেই‌লি ক্রিকেট

সেই সমালোচনার জবাব দিয়েছেন টেস্ট অধিনায়ক। শান্ত বলেছেন, ড্রেসিংরুমে এমন কেউ নেই যিনি ব্যক্তিগত মাইলফলক অর্জনের জন্য খেলেন।

শান্ত বলেন, ‘হয়তো ঝুঁকি নিতে পারতাম বা আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল, এ রকম অনেকে যার যার জায়গা থেকে বলতেই পারেন। তবে আমার মনে হয় না, না জেনে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে আক্রমণ করা উচিত।

টেস্টের পঞ্চম দিনের সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগত মাইলফলকের জন্য আমাদের ড্রেসিংরুমে কেউ খেলে না। কন্ডিশন দেখে এবং ড্রেসিংরুমে থাকা কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে কথা বলে দলের জন্য যেটা ভালো মনে হয়েছে, সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। গলে তাই ড্র করাটাও ইতিবাচক ফল হিসেবে মনে করেন শান্ত। সেটি মনে করিয়ে দিয়ে টেস্ট অধিনায়ক বলেছেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো স্মৃতি খুব বেশি নেই। তারপরও এ রকম একটা টেস্টে আমরা দাপট দেখিয়ে ড্র করতে পেরেছি, এটা ভালো। সব মিলিয়ে গত টেস্টটা আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি এই টেস্টেও সেটা পারব।

গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে রান আউট হওয়ার আগে করেন ৪৯ রান। শান্ত বলেছেন, ‘মুশফিক ভাই এত বছর ক্রিকেট খেলেছেন, আমার মনে হয় না ওই ১ রান নিয়ে অনেক বড় কিছু উনি অর্জন করে ফেলতেন। দলের জন্য তিনি কি করেছেন তা আমরা সবাই জানি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান তোলার পর ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ। যা নিয়ে অনেকেই করেছেন সমালোচনা। তাদের ভাষ্য, আরেকটু আক্রমণাত্মক খেলে দ্রুত রান তুলে আরও আগেই ইনিংস ঘোষণা করতে পারতো বাংলাদেশ।

ইনিংস ঘোষণা করতে সময় নেওয়ার ব্যাখ্যা দিয়ে শান্ত বলেছেন, ‘আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বৃষ্টির কারণে সেটা কাজে লাগাতে পারিনি। উইকেট পঞ্চম দিনেও খুব বেশি পরিবর্তন হয়নি। এ কারণেই আমরা তখন ইনিংস ঘোষণা করতে পারিনি। আমাদের বোলিং আক্রমণও একটু অনভিজ্ঞ ছিল। তাসকিন, মিরাজ থাকলে ভিন্ন পরিস্থিতি হতে পারত।

কোনো বিষয় না জেনে সমালোচনা করতে মানা করেছেন শান্ত। তিনি বলেন, ‘না জেনে এসব না বলাই ভালো। সবাই খুবই খুশি যে আমরা ভালোভাবে ম্যাচ শেষ করতে পেরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়