শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বুলবুলের সাফ কথা: খেলার মাঠ থেকে রাজনীতি করা অনৈতিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের স্মরণীয় নাম আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রথম টেস্ট ম্যাচেই সেঞ্চুরি করে যিনি হয়ে ওঠেন ক্রিকেটপ্রেমীদের ভালোবাসার মানুষ। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

সম্প্রতি কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আয়োজিত নিয়মিত অনুষ্ঠান ‘অন অ্যান্ড অফ দ্য ফিল্ড’-এ অংশ নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজের অবস্থান সম্পর্কে খোলাখুলি মত দেন বুলবুল।

বিসিবির সভাপতির দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তিন মাস আগেও ভাবিনি আমি বিসিবির সভাপতির চেয়ারে বসব। ভাগ্য অনেক সময় আপনার পরিকল্পনার বাইরেও কিছু করে। আমি বিশ্বাস করি, আল্লাহ যাকে দায়িত্ব দেন, সেটা একটি পরীক্ষা। আমি সেই পরীক্ষায় সফল হতে চাই।”

জাতীয় দলের খেলোয়াড়দের রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে প্রশ্ন করা হলে বুলবুল বলেন, “আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানোয় বিশ্বাস করি না। জাতীয় দলের একজন খেলোয়াড় পুরো জাতির প্রতিনিধিত্ব করে। খেলার পাশাপাশি রাজনীতিতে জড়ানো আমি অনৈতিক মনে করি। বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে নামলে একজন খেলোয়াড়ের মনোযোগ ও অঙ্গীকার বিভক্ত হয়ে পড়ে। যদি কেউ রাজনীতি করতে চায়, তাহলে আগে খেলা ছেড়ে দিক। তাহলে কোনো বিতর্কও থাকত না।”

অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন বুলবুল।
তিনি বলেন, “আমরা কাউকে খেলা থেকে বাদ দিতে পারি না। কেউই তো চিরকাল খেলে না। রোহিত-কোহলিও একসময় সরে যাবে। তবে খেলতে চাইলে মাঠে তাকে পুরোপুরি ‘অ্যাভেইলেবল’ থাকতে হবে। তার ব্যক্তিগত সমস্যা নিয়ে আমরা কিছু বলি না—আমরা ক্রিকেট নিয়েই কাজ করি, বাইরের বিষয় নয়।”

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুলবুলের এই বক্তব্য দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের ভবিষ্যৎ আচরণ এবং দায়িত্ব সম্পর্কে একটি সুস্পষ্ট বার্তা বহন করে বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়