শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০২:০৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ানডে দলে ফির‌লেন নাঈম, তাসকিন ও লিটন, নেই সৌম্য সরকার

নিজস্ব প্রতি‌বেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ৫০ ওভারের ফরম্যাটের দলে ফিরেছেন নাঈম শেখ। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শুধু তাই নয়, বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন কুমার দাসও ফিরেছেন স্কোয়াডে। তবে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন সৌম্য। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডাক মারার পর আর সুযোগ পাননি টাইগার এ ওপেনার। সম্প্রতি চোট থেকে ফিরেছেন সৌম্য। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে বিবেচনা করেনি নির্বাচকরা। লঙ্কা সফরে না গেলেও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সৌম্য।

এদিকে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার পেলেন বাঁহাতি এ ব্যাটার। সবশেষ এশিয়া কাপে খেলেছিলেন নাঈম। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন নিজের শেষ ওয়ানডে ম্যাচ। এরপর আর জাতীয় দলে তাকে দেখা যায়নি। তবে দুই বছর পর আবারও দলে ফিরলেন নাঈম।

বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়