শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ১০:১০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বির টেস্টের রজতজয়ন্তী আয়োজনকে প্রহসন বল‌লেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আজ থে‌কে ২৬ বছর আ‌গে অর্থাৎ ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পে‌য়ে‌ছি‌লো বাংলাদেশ। আগামী ২৬ জুন দেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হবে। সাদা পোশাকের সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতে কোনো কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষে গত ২১ জুন থেকে সাত দিনের বিশেষ কর্মসূচি আয়োজন করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।  -- চ‌্যা‌নেল২৪

টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তীতে বর্ণিল আয়োজনে দেশের সাত ভেন্যুতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব ও আনন্দ উদযাপন করছে বিসিবি। যেখানে ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ৬ ওভারের ক্রিকেট ম্যাচ। তবে বিসিবির এই আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল। টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী বা ক্রিকেট কার্নিভাল নামের আয়োজনে নানা শহরে বিভিন্ন আয়োজনে যে বাজেট খরচ করা হচ্ছে তা ক্রিকেটাররা আদতে চেয়েছে কি–না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে নিজের আইডিতে অকালে অবসর নিয়ে ফেলা এই সাবেক ক্রিকেটার লিখেছেন, 'টেস্ট ক্রিকেটে ২৫তম বার্ষিকী বা ক্রিকেট কার্নিভাল নামের আয়োজনে নানা শহরে যত বাজেট খরচ করা হচ্ছে, খেলোয়াড়রা কি আসলে সেটা চেয়েছে? ওই একই বাজেট দিয়ে তো এসব শহরে একটা করে ক্রিকেট লিগ আয়োজন করা যেত! শো অফ করতে টাকা আছে, কিন্তু যখন কথা আসে ক্রিকেটের অবকাঠামো ও উন্নয়নে বিনিয়োগ করার, তখন বাজেটের বাহানা! সম্পূর্ণ এক প্রহসন!'

চলতি বছর ফেব্রুয়ারিতে মাত্র ২১ বছর বয়সে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন নাবিল। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী স্কোয়াডে থাকা এই ক্রিকেটার মূলত শারীরিক ফিটনেসের অভাবে ক্রিকেটকে বিদায় জানান। অবসরের ঘোষণায় খুলনার এই ক্রিকেটার জানিয়েছিলেন, শ্বাসকষ্টের জন্য ক্রিকেট চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে গেছে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছেন নাবিল। গত বছর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এবং  এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছেন নাবিল। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে ৩০৫ রান ও লিস্ট এ ক্রিকেটে ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়