শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত শান্ত, দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে গড়‌লেন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : থারিন্দু রত্নায়েকের ডেলিভারিটি রিভার্স সুইপে পয়েন্ট অঞ্চলের পেছন দিকে পাঠিয়ে ছুটে চললেন নাজমুল হোসেন শান্ত। সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। -- অলআউট স্পোর্টস

শনিবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন বাংলাদেশ অপেক্ষায় ছিল শান্তর সেঞ্চুরির জন্য। তার সেঞ্চুরি পূর্ণ হওয়ার খানিকবাদে ৬ উইকেটে ২৮৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন ১২৫ রানে। ১৯৯ বলের ইনিংসটি সাজান ৯ চার ও ৩ ছক্কায়।

এর আগে প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। ২০২৩ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো টেস্টে তিন অঙ্কের দেখা পান তিনি।

অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়া ছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক টেস্টে জোড়া শতক হাঁকানোর কীর্তি গড়েন শান্ত। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার এক টেস্টে জোড়া শতক হাঁকান তিনি। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক। চট্টগ্রামে ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রান করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়