শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্জেন্টিনার বোকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে বায়ার্ন মিউ‌নিখ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ২-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে। এই জয়ে প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।

ম্যাচের ১৮তম মিনিটে কেইন ১০ গজ দূর থেকে বল জালে জড়িয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে সমতা ফেরান বোকার মিগুয়েল মেরেনতিয়েল। --- বাংলা‌নিউজ
শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে আবারও সামনে আসেন কেইন। এবার তিনি বল বাড়ান প্রাক্তন ক্রিস্টাল প্যালেস উইঙ্গার মাইকেল অলিসের কাছে, যিনি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ম্যাচের ফল নির্ধারণ করে দেন।

বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানির দলের শেষ গ্রুপ ম্যাচ বেনফিকার বিপক্ষে। সেখানে একটি ড্র পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠবে তারা, যেখানে প্রতিপক্ষ হতে পারে চেলসি—যদি ব্লুজরা গ্রুপ রানারআপ হয়।
চেলসির কোচ এনজো মারেস্কার দল বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে, যদিও শুক্রবার তারা ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হেরে বসে।

ম্যাচ শেষে কেইন বলেন, “দারুণ একটা পারফরম্যান্স ছিল। আমরা জানতাম এটা সহজ হবে না। প্রতিপক্ষের মাঠে কঠিন একটা ম্যাচ খেলতে হয়েছিল। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম। এই টুর্নামেন্টটা বিশাল কিছু—বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ। তাই নিজেদের সেরা ছন্দে খেলতেই হবে। 

তবে বায়ার্ন শিবিরে দুশ্চিন্তার কারণ হতে পারে জামাল মুসিয়ালার চোট। দ্বিতীয়ার্ধে বদলি নেমে মাত্র ২৫ মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন এই জার্মান মিডফিল্ডার।

এদিকে এই হারের ফলে দক্ষিণ আমেরিকান দলের ৯ ম্যাচের অপরাজিত ধারা থামল, তবে বোকা জুনিয়র্সের টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। যদি বেনফিকা বায়ার্নের কাছে হারে এবং বোকা গোল ব্যবধানে সাত গোলের ব্যবধান ঘোচাতে পারে, তবে তাদেরও সুযোগ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়