শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জয়সোয়াল ও গিলের সেঞ্চুরিতে টে‌স্টের প্রথম দি‌নেই ভারতের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক : তুলনামূলক অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেছে ভারত। যশস্বী জয়সোয়ালের পর অধিনায়ক শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম দিনেই সাড়ে তিনশ রান পার করেছে তারা।

শুক্রবার হেডিংলিতে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। গিল ১২৭ ও রিশাভ পান্ত ৬৫ রান নিয়ে ক্রিজে আছেন। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত যোগ করেছেন ১৩৮ রান।

সাদা পোশাকের ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর প্রথমবারের মতো টেস্টে খেলতে নামা ভারতের শুরুটা হয় দুর্দান্ত। জয়সোয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি থেকে আসে ৯১ রান। ৪২ রান করা রাহুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ব্রাইডন কার্স।

রানের খাতা খোলার আগেই অভিষিক্ত সাই সুদর্শনকে পরের ওভারে তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলার আভাস দেন বেন স্টোকস। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির পর জয়সোয়াল ও গিলের ব্যাটে দ্রুতই সেই চাপ কাটিয়ে ভারত। বোলারদের ওপর আরও বেশি চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তারা। ৫৬ বলে ফিফটি তুলে নেন গিল।

অপর প্রান্তে ১৪৪ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন জয়সোয়াল। এই নিয়ে ইংলিশদের বিপক্ষে ২৩ বছর বয়সী এই ওপেনার তিনটি শতক হাঁকালেন, যার মধ্যে দুটিকে তিনি দ্বিশতকে রূপ দেন। তবে এবার আর ইনিংস বড় করতে পারেননি তিনি। স্টোকসের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ১০১ রান করে। ভাঙে তৃতীয় উইকেটের ১২৯ জুটিটি।

এরপর পান্তকে নিয়ে রানের চাকা সচল রাখা গিল চা বিরতির পর তুলে নেন নিজের সেঞ্চুরিও। ভারতের পঞ্চম অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে শতক হাঁকান ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সবশেষ এই কীর্তি গড়েছিলেন কোহলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালে।

নিজের স্বভাবসূলভ মেজাজের বাইরে গিয়ে ব্যাট করা পান্ত ক্যারিয়ারের ১৬তম ফিফটি তুলে নেন ৯১ বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়