শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হাসপাতাল থেকে ছাড়া পেলেন এমবাপ্পে, কবে মাঠে নামবেন রিয়াল মা‌দ্রিদ স্ট্রাইকার 

স্পোর্টস ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ও রিয়াল স্ট্রাইকার গ্যাস্ট্রোএন্টেরাইটিসের (পেটের সমস্যা) সমস্যায় ভুগছিলেন। কিছু পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অসুস্থতার জন্য ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে পায়নি রিয়াল মাদ্রিদ।

ক্লাবের পক্ষ থেকেই এমবাপের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানিয়েছে, ‘‌বৃহস্পতিবার দুপুরে কিলিয়ান এমবাপেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এমবাপে দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। আরও কিছু দিন চিকিৎসা চলবে এমবাপের। ধীরে ধীরে দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হবে তাঁকে।’ তবে কবে তিনি প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবেন তা এখনও জানানো হয়নি ক্লাবের তরফে। 

প্রসঙ্গত, গত শনিবার ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে দলের সঙ্গে আমেরিকায় পৌঁছোন এমবাপে। মঙ্গলবার পাম বিচ গার্ডেন্সে দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর জ্বর হয়েছে। পরে আল হিলালের বিরুদ্ধে তাঁকে দলের বাইরে রাখা হয়। আমেরিকায় পৌঁছোনোর পরই অসুস্থ হয়ে পড়েছিলেন ফরাসি স্ট্রাইকার। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এখন তিনি ছাড়া পেয়েছেন। তবে ম্যাচে ফিরতে হয়ত আরও কিছুদিন সময় লাগবে এমবাপের। এদিকে এমবাপেহীন রিয়াল ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়