শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাবা-মায়ের সামনে ম্যাক্সওয়েলের অসাধারন এক সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : তার কাছ থেকে ১৫ বলে ১১ রান কিছুটা বেমানানই লাগে। তবে মজার ব্যাপার হলো এখান থেকেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। -- ডেই‌লি ক্রিকেট

বাবা-মাকে গ্যালারিতে রেখে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেললেন ৪৯ বলে করলেন ১০৬ রান। ১৩ ছক্কার সাথে হাঁকালেন ২ চার।

ম্যাচ শেষে বাবা-মাকে নিয়ে বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, 'সত্যিই অসাধারণ লাগছে। আমি রান করেছি, এমনটা তাঁরা খুব একটা দেখতে পান না। এমন ইনিংস তাঁদের সামনে খেলতে পেরে ভালো লাগছে।

ওকল্যান্ড কলিসিয়াম স্টেডিয়ামে দলের বিপদের সময়েই অবশ্য নেমেছিলেন ব্যাটিংয়ে। দল একটা সময় ভুগছিলো ৫ উইকেটে ৯২ রান তুলে। ম্যাক্সওয়েলও প্রথম ১৫ বলে করলেন ১১ রান।

পরের অবশ্য খোলস ছেড়ে বের হয়ে ২৯ বলেই ছুঁয়েছেন ফিফটি। বাউন্ডারি বলতে ৬ ছক্কা। এরপর সেঞ্চুরিতে গেলেন ৪৮ বলে, ১২ ছক্কার সাথে চার ২ টি।

শেষ পর্যন্ত অপরাজিত ৪৯ বলে ১৩ চার ২ ছক্কায় ১০৬ রানে। দল পেয়েছে ৫ উইকেটে ২০৫ রানের পুঁজি। প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স গুটিয়ে গেছে ৯৫ রানে।

১১৩ রানে জয় পাওয়ার পর ম্যাক্সওয়েল নিজের শুরুর ধীর গতির ব্যাটিং নিয়ে বলেন, 'শুরুটা অনেক ধীরগতির ছিল। তবে যখন বুঝলাম রান করতে হবে, তখন বোলারদের পেটানোর সিদ্ধান্ত নিই। শটগুলো কাজে লেগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়