শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গল টেস্ট: মুশফিক ও শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথমদিন বাংলাদেশের

গল টেস্টে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথমদিন রাঙিয়েছে টাইগাররা। তিন উইকেট হারিয়ে প্রথমদিনে ২৯২ রান তুলেছে বাংলাদেশ।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মুশফিক ও শান্ত পঞ্চম উইকেটে ২৪৭ রানের জুটি গড়েছেন। প্রথমদিন শেষে মুশফিক ১০৫ রানে এবং টাইগার অধিনায়ক ১৩৬ রানে অপরাজিত রয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ খেলে খালি হাতে আউট হয়েছেন এনামুল হক বিজয়। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাদমান ইসলামও। ৫৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই বাঁহাতি ওপেনার।

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৩ বলে ২৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

এরপর পঞ্চম উইকেটে শান্তকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের জুটিতে প্রথম সেশনে ৩ উইকেটে ৯০ রান তুলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে পৌঁছে যায় দুইজনই। তবে ২০২ বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই সঙ্গে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে বাংলাদেশ। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে ১৭৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। শান্ত ও মুশফিকের ২৪৭ রানের জুটিতে ভর করে প্রথমদিনে ২৯২ রান তুলেছে বাংলাদেশ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়