শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কেড়ে নি‌য়ে‌ছে ভারতীয় ক্রিকেটারের প্রাণ, তেইশেই স্বপ্ন শেষ

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন একজন ক্রিকেটারও। ২৩ বছর বয়সী সেই ভারতীয় ক্রিকেটারের নাম দির্ধ প্যাটেল। 

গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে টেক অফ করার চল্লিশ সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। লন্ডনগামী সেই বিমানে ছিলেন দীর্ধ প্যাটেল। দির্ধ প্যাটেল ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাস্টার্স  করেছেন।  -- আজকাল

খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে। এই ক্লাবের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন দীর্ধ। ২৯টি উইকেটের পাশাপাশি ৩১২ রান করেন দীর্ধ। 

লিগের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের দীর্ধ প্যাটেলের মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করছে লিগ। পুল ক্রিকেট ক্লাবের ক্রুতিক প্যাটেলের ভাই দীর্ধ।

লিগের তরফ থেকে আরও বলা হয়েছে, ''লিডস মর্ডানিয়ান্স নিশ্চিত করেছে তাদের প্রথম ও দ্বিতীয় ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করবে।'' 

২০২৪ সালে লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন দীর্ধ। দীর্ধর শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও ইঞ্জিনিয়ারিং স্কুলের রিডার জর্জ বারজিয়ানিস তাঁকে স্মরণ করে বলেন, ''দীর্ধ অসাধারণ এক মানুষ। ক্লাস চলাকালীন আমাকে এমন সব প্রশ্ন করত, সেগুলো শুনে আমার মনে হত বিষয়টার উপরে ওর অগাধ পাণ্ডিত্য।'' 

বারজিয়ানিস আরও জানান, স্নাতকোত্তর পর্ব শেষ করে নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ধ।  বারজিয়ানিস আরও বলেন, 'দীর্ধের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। ওর পরিবার, বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়