শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টাইমড আউট নি‌য়ে বাংলাদেশের উপর আর ক্ষোভ নেই ম্যাথুসের

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথুস। সে নিয়ে লম্বা সময় ধরেই আক্ষেপ, রাগ, ক্ষোভ আর বিরক্তি ছিল এই অলরাউন্ডারের। তবে এতোদিন পর এসে জানালেন আপাতত বাংলাদেশের প্রতি আর নেই রাগ, ক্ষোভ। যদিও ওই ঘটনাকে ঠিকই উল্লেখ করছেন দুর্ভাগ্যজনক হিসেবে। -- ডেই‌লি ক্রিকেট

সময়ের পালাক্রমে ম্যাথুস তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের বিপক্ষেই। মঙ্গলবার (১৭ জুন) গলে শুরু হতে যাওয়া ম্যাচই সাদা পোশাকে তার শেষ।

এমন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এলেন লঙ্কান তারকা। স্বাভাবিকভাবে এলো টাইমড আউট কান্ড ও বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়ার প্রশ্ন।

এক প্রশ্নের জবাবে ম্যাথুস জানিয়েছেন টাইমড আউটের ঘটনাটা দুর্ভাগ্যজনকই ছিল। তবে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধু হিসেবে বিবেচনা করে রাগ, ক্ষোভ আর টেনে নিচ্ছেন না।

তিনি যেমনটা বলছিলেন, 'ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিপক্ষে (ব্যক্তিগতভাবে) আমার কিছু নেই। আমাদের সঙ্গে সব সময় ভালো (আচরণ) করেছে ওরা। ওই সময় আমাদের কিছু বাক্যবিনিময় হয়েছিল, কিন্তু আমি ক্ষোভ ধরে রাখি না। ক্ষোভ ক্রিকেটের জন্য খারাপ শব্দ।’

বাংলাদেশের ক্রিকেটের সাথে ম্যাথুস অবশ্য বেশ পরিচিত মুখ। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এখানে নিয়মিত ঘরোয়া ক্রিকেটও খেলেছেন।

সেসব স্মৃতির কথা বলতে গিয়ে লঙ্কান তারকা যোগ করেন, 'আমি বাংলাদেশে অনেক খেলেছি। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটও খেলেছি ওখানে। আমি খুব উপভোগও করেছি তখন। তাঁরা সবাই আমার ভালো বন্ধু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়