শিরোনাম
◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী ২ অ‌ক্টোবর পাকিস্তানের বিরু‌দ্ধে  ম্যাচ দিয়ে বাংলা‌দে‌শের বিশ্বকাপ অভিযান শুরু 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আট দলের টুর্নামেন্টের প্রথম পর্বে মোট সাতটি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে আইসিসি। এর আগে চলতি মাসের শুরুতে টুর্নামেন্ট শুরুর ও নকআউট পর্বের দিনক্ষণ এবং ভেন্যুর তালিকা প্রকাশ করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তান মূলপর্ব নিশ্চিত করায় তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার কলম্বোয় খেলবে। ফলে আগামী ২ অক্টোবর সেখানে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া ভারতের তিনটি ভেন্যুতে নিজেদের বাকি ছয়টি ম্যাচ খেলবে জ্যোতি-নাহিদারা।

৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বিশাখাপত্তামে যাবে বাংলাদেশ। সেখানে ১০ অক্টোবর নিউ জিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তারা।

এরপর আবার কলম্বোয় যাবে জ্যোতির দল। সেখানে ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে বেঙ্গালুরুতে যাবে তারা। সেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম পর্বের লড়াই শেষ করবে বাংলাদেশ।

এবারের আসরে ফারজানা-মারুফাদের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় (ভারতীয় সময় দুপুর ৩টায়)।

বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ১৩তম আসরের। ২ নভেম্বর এই মাঠে অনুষ্ঠিত হবে শিরোপা লড়াই। তবে পাকিস্তান ফাইনালে উঠতে পারলে সেটি কলম্বোয় অনুষ্ঠিত হবে।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি ---

বাংলাদেশ–পাকিস্তান: ২ অক্টোবর

বাংলাদেশ–ইংল্যান্ড: ৭ অক্টোবর

বাংলাদেশ–নিউ জিল্যান্ড: ১০ অক্টোবর
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: ১৩ অক্টোবর
বাংলাদেশ–অস্ট্রেলিয়া: ১৬ অক্টোবর

বাংলাদেশ–শ্রীলঙ্কা: ২০ অক্টোবর
বাংলাদেশ–ভারত: ২৬ অক্টোবর

  • সর্বশেষ
  • জনপ্রিয়