শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কর্মীদের ভাতা কমিয়ে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড, কিছু অবাধ্য কর্মীর জন্যই এই সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় বোর্ড বিশ্বের সব ক্রিকেট বোর্ডের মধ্যে ধনীতম। তারাই কর্মীদের দৈনিক ভাতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, কিছু কর্মী অনৈতিক ভাবে ভাতা নেওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের সামলাতে একটি নীতি তৈরি করা হয়েছে, যেখানে কমে গিয়েছে ভাতার পরিমাণ। -- আনন্দবাজার

আগের নীতি অনুযায়ী, বোর্ডের কর্মী কম মেয়াদের যাতায়াতের (চার দিন পর্যন্ত) ক্ষেত্রে দৈনিক ১৫ হাজার টাকা করে পেতেন। দীর্ঘমেয়াদী যাতায়াতের জন্য পেতেন ১০ হাজার টাকা করে। দীর্ঘমেয়াদী যাতায়াতের মধ্যে আইপিএল, ডব্লিউপিএল এবং ভারতের আয়োজিত আইসিসি প্রতিযোগিতা থাকত। তা ছাড়া এককালীন ভাতা হিসাবে ৭৫০০ টাকা দেওয়া হত।

নতুন নিয়মে এককালীন ভাতা উঠিয়ে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই দৈনিক ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে। কর দেওয়ার পর প্রত্যেক কর্মী প্রতি দিন পাবেন ৬৫০০ টাকা করে। জানুয়ারি থেকে বোর্ডের কর্মীরা ভাতার টাকা পাননি। নীতি প্রকাশের পর এ বার তাঁদের সেই টাকা মিটিয়ে দেওয়া হবে।

বোর্ডের এক সূত্র জানিয়েছেন, কিছু কর্মী মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বসে পুরো কাজ সামলালেও পূর্ণ সময়ের দৈনিক ভাতা চাইতেন। তা এ বার বন্ধ হচ্ছে। ধরা যাক, আইপিএলের ৭০ দিনই কেউ যাতায়াত করলেন। ১০ হাজার টাকার হিসাবে সর্বমোট সাত লক্ষ টাকা পাবেন। যিনি অনিয়মিত যাতায়াত করেছেন তিনি ৬০ শতাংশ টাকা পাবেন। যিনি এক দমই যাতায়াত করেননি তিনি ৪০ শতাংশ টাকা পাবেন।

বিদেশযাত্রার ক্ষেত্রে প্রতি দিন ৩০০ ডলার (প্রায় ২৬ হাজার টাকা) মিলবে। বোর্ডের সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি এবং যুগ্ম-সচিব বিদেশযাত্রা করলে প্রতি দিন ৮৬ হাজার টাকা করে পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়