শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ এখ‌নো টেস্ট ব্যাটিং শিখছে, তাই চিন্তিত নন সিমন্স

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্স জানিয়েছেন, তার দলের ব্যাটিং নিয়ে আপাতত চিন্তা করছেন না। মূলত দল হিসেবেই টাইগাররা এখনো টেস্ট ব্যাটিং শেখার মধ্যে আছে বলেই কোচের এমন ভাবনা।

আগামী ১৭ জুন গলে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে রোববার (১৫ জুন) এ নি‌য়ে কথা বলেছেন প্রধান কোচ সিমন্স।

তি‌নি জানিয়েছেন দলের অন্যতম চিন্তার জায়গা ব্যাটিং নিয়েই নাকি তিনি চিন্তিত নন। সাথে আরও একবার শেখার মধ্যে আছেন বলে মনে করিয়ে দিলেন।

তিনি বলেন, 'আমরা জিনিসগুলো একটু একটু করে উন্নতি করছি। সবশেষ ম্যাচে আমাদের চিন্তার বিষয় ছিল পার্টনারশিপ এবং কীভাবে টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে হয় তা। কিন্তু আমি এসব নিয়ে খুব একটা ভাবছি না।'

'কারণ আমরা এখনো শিখছি। আমাদের বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। যতটা সম্ভব আমরা শেখার চেষ্টা করে যাচ্ছি, প্রতিটি টেস্ট ম্যাচ থেকেই।

এদিকে জ্বরের কারণে দলের সাথে অনুশীলন করতে পারেননি সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সর্বশেষ অবস্থায়ও জানিয়েছেন ফিল সিমন্স।

তিনি বলেন, 'শেষ খবর অনুযায়ী, মিরাজ আগের দিনের তুলনায় অনেক ভালো ছিল। ওষুধ খাওয়ার পর বিকেলে আবার দেখা হবে তার অবস্থা কেমন। আশা কর অনুশীলনে ফিরতে পারবে এবং টেস্টের জন্য তৈরি থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়