শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৪:৫১ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ, অ‌স্ট্রেলিয়া খেল‌বে সর্বোচ্চ ম্যাচ, কম ম্যাচ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :  ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

দুই বছরব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৯টি দল, মোট ৭১টি টেস্ট ম্যাচ ছড়িয়ে থাকবে বিশ্বজুড়ে। গলে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ দিয়ে ১৭ জুন শুরু হবে নতুন মৌসুম।

এই চক্রে অস্ট্রেলিয়া খেলবে সর্বোচ্চ ২২টি টেস্ট, এরপর রয়েছে ইংল্যান্ড (২১ ম্যাচ)। দুই ক্রিকেট পরাশক্তির মধ্যে ২০২৫ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। ১৮টি টেস্ট খেলবে ভারত। ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই অধ্যায়।

অন্যদিকে সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা—দুদলই খেলবে ১২টি করে টেস্ট।

বাংলাদেশের হোম সিরিজের প্রতিপক্ষ হলো পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড (প্রতিটি দলের বিপক্ষে ২টি করে ম্যাচ)। বিদেশের মাটিতে টাইগাররা খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে (প্রতিটি দলের বিপক্ষে ২টি করে ম্যাচ)।

নতুন চক্রে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা খেলতে নামবে টানা ৯টি টেস্টে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি অক্টোবর ২০২৫-এ পাকিস্তান সফরের মধ্য দিয়ে তাদের অভিযান শুরু করবে।
তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকানদের দেখা যাবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়