শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট চ‌্যম্পিয়ন‌শিপ জিতে দক্ষিণ আফ্রিকা পে‌লো ৩৬ লাখ ডলার, রানার্স অস্ট্রেলিয়া ২১ লাখ ৬০ হাজার

স্পোর্টস ডেস্ক : শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি জেতার ২৭ বছর পর আবার আইসিসি ট্রফি জিতেছে তারা। টেস্ট বিশ্বকাপ জেতার ফলে মোটা অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার ঘরে। ভারতও পাচ্ছে বেশ কিছুটা অর্থ।

ফাইনালের আগেই আইসিসি জানিয়েছিল, এ বারের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্থ দেওয়া হবে দেশগুলিকে। সেই অনুযায়ী, টেস্ট বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাচ্ছে। যারা যত উপরে শেষ করেছে, তারা তত বেশি অর্থ পাবে।

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পাবে ৩৬ লাখ ডলার। এই অর্থ সে দেশের ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নে অনেকটাই কাজে লাগবে। রানার্স অস্ট্রেলিয়া পাবে ২১.৬ লাখ ডলার, টেস্ট বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। তারা পাবে ১৪.৪ লাখ ডলার। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ড পাবে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের তহবিলে ঢুকবে ৯.৬ লাখ ডলার।

শ্রীলঙ্কা শেষ করেছে ষষ্ঠ স্থানে। তারা পাবে ৮.৪ লক্ষ ডলার বা ৭.১৮ কোটি টাকা। সপ্তম স্থানে থাকা বাংলাদেশ এবং অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ় পাবে যথাক্রমে ৬.১৫ কোটি এবং ৫.১৩ কোটি টাকা। সবার নীচে, নবম স্থানে শেষ করেছে পাকিস্তান। তারা পা‌বে  ৪.১০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়