শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়া‌কে হারি‌য়ে টেস্ট চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের শি‌রোপা জিত‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা

স্পোর্টস ডেস্ক : শিরোপা জয়ের মঞ্চটা আগের দিনই অনেকটা তৈরি করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চতুর্থ দিনের শুরুতে টেম্বা বাভুমাকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জন্য কিছুটা আশা জাগিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু শেষ পর্যন্ত এইডেন মারক্রামের দৃঢ়তায় ৫ উইকেটের জয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। -- অলআউট স্পোর্টস

শনিবার লর্ডসে ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের লক্ষ্য ম্যাচসেরা মারক্রামের ১৩৬ রানের ইনিংসের সুবাদে তাড়া করে দক্ষিণ আফ্রিকা।

এই জয়ে ২৭ বছর পর আইসিসির কোনো শিরোপা তুলল তারা। এর আগে সবশেষ ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি নকআউট ট্রফির (বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি) প্রথম আসরের শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।

২ উইকেটে ২১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকার ইনিংসের তৃতীয় ওভারে আঘাত হানেন কামিন্স। ৬৬ রান করা বাভুমাকে কট বিহাইন্ড করিয়ে তৃতীয় উইকেটে ১৪৭ রানের জুটি ভাঙেন অজি অধিনায়ক। এরপর ট্রিস্ট্যান স্টাবসকে নিয়ে কোনো বিপদ ছাড়াই প্রথম ঘণ্টার খেলা পার করেন মারক্রাম।

এরপরই স্টাবসকে (৮) বোল্ড করে বিশ্ব সেরা হওয়ার লড়াইটি জমিয়ে তোলার আভাস দেন মিচেল স্টার্ক। তখনও দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ রান, হাতে ছিল ৬ উইকেট।

তবে পঞ্চম উইকেটে ডেভিড বেডিংহ্যামকে নিয়ে কোনো বিপদ ছাড়াই দলকে টেস্টে বিশ্ব সেরার মুকুট জেতানোর পথে নিয়ে যেতে থাকেন মারক্রাম। লক্ষ্য থেকে ৬ রান দূরে থাকতে ট্র্যাভিস হেডের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে পথ দেখেন ডানহাতি এই ব্যাটার। এরপর কাইল ভেরেইনাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বেডিংহ্যাম।

আগে টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া কাগিসো রাবাদার পেস তোপে প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হয়। এরপর লর্ডসে অধিনায়ক হিসেবে কামিন্সের রেকর্ড গড়া বোলিং ফিগারে ১৩৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আগুন ঝরানো বোলিংয়ে ২৮ রানে ৬ উইকেট নেন অজি অধিনায়ক।

৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা গত চক্রের চ্যাম্পিয়নরা প্রোটিয়া পেস তোপে ৭৮ রানের ভেতর ৭ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কিন্তু এরপর অ্যালেক্স ক্যারি ও জশ হ্যাজেলউডের সঙ্গে দুটি পঞ্চাশোর্ধ জুটি গড়ে প্রোটিয়াদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেন স্টার্ক।

দুই ইনিংস মিলিয়ে রাবাদার শিকার ৯ উইকেট। ২০১৯-২১ চক্র দিয়ে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। ভারতকে হারিয়ে প্রথম চক্রের শিরোপা জেতে নিউ জিল্যান্ড। একই প্রতিপক্ষকে হারিয়ে ২০২১-২৩ চক্রের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়