শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট চ‌্যা‌ম্পিয়ন‌শিপ ফাইনাল জিত‌তে আফ্রিকাকে ২৮২ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা আ‌গের দিনই পেসারদের দাপটে  অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল। তৃতীয় দিনের শুরুতে আরেকটি উইকেট তুলে নিয়ে তাদের দ্রুত গুটিয়ে দেওয়ার পথেও ছিল তারা। তবে শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে মিচেল স্টার্কের অর্ধশত রানের জুটিতে বড় লিড পেয়েছে অজিরা। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলতে হবে টেম্বা বাভুমার দলকে। -- অলআউট স্পোর্টস

শুক্রবার লর্ডসে ফাইনালের তৃতীয় দিন ২১৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২০৭ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান।

তবে লর্ডসের এই উইকেটে দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা মোটেও সহজ হবে না। টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া কাগিসো রাবাদার পেস তোপে প্রথম ইনিংসে অলআউট হয় ২১২ রানে। তবে প্রতিপক্ষকে অল্পতে আটকেও সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। প্যাট কামিন্সের আগুন ঝরানো বোলিংয়ে তারা ১৩৮ রানে গুটিয়ে যায়।

৮ উইকেটে ১৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু বর্তমান চ্যাম্পিয়নরা দিনের তৃতীয় ওভারে হারায় ন্যাথান লায়নের উইকেট। ২ রান করা এই ব্যাটারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা। তবে শেষ উইকেটে স্টার্ক ও হ্যাজেলউডের গুরুত্বপূর্ণ ৫৯ রানের জুটিতে আড়াইশ রানের লিড পার করে অস্ট্রেলিয়া।

আগের দিনের শেষ ওভারে জীবন পাওয়া স্টার্ক ক্যারিয়ারের একাদশ ফিফটি তুলে নেন ১৩১ বলে। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে এইডেন মারক্রামের বলে ১৭ রান করা হ্যাজেলউড আউট হলে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৫৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রাবাদা এই ইনিংসে শিকার করেন ৪ উইকেট। এনগিডি নেন ৩ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়