শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এখনই টেস্ট চ‌্যা‌ম্পিয়নশী‌পের ফাইনাল খেলার স্বপ্ন দেখ‌ছি না: অ‌ধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ‌্যকার টেস্ট ম্যাচের মধ্য দিয়ে আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ খেলবে দুই টেস্ট।

এ উপল‌ক্ষে বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গ টেনে শান্তকে প্রশ্ন করা হয়– বাংলাদেশ কোনো একদিন ফাইনালে খেলবে, এমন স্বপ্ন কি দেখা যায়?

এটা তো অনেক বড় স্বপ্ন। এখনই এত দূরে চিন্তা করলে আমার মনে হয় বোকামি হবে। অল্প অল্প করে যদি এগোতে পারি, তাহলে ভালো। র‍্যাঙ্কিংয়ে ৪ অথবা ৫-এর মধ্যে থাকতে পারলে ভালো হবে। শ্রীলঙ্কা সফরের আগে এভাবেই নিজের লক্ষ্যের কথা জানালেন টেস্ট অধিনায়ক।

তিনি আরও বলেন– আমরা যখন শুরু করেছিলাম, এর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আমরা একটা ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা জিতেছি চার ম্যাচ। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে, এই চক্রে কীভাবে আরও একটা-দুইটা ম্যাচ বেশি জিততে পারি।

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দিলে পরিকল্পনা করতে সহজ হয় বলেও মত দেন নাজমুল হোসেন শান্ত। নতুনভাবে আরও এক বছরের জন্য দায়িত্ব দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে চারটি ম্যাচ জিতে বাংলাদেশের অবস্থান ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে। টাইগাররা চার জয়ের তিনটিই পেয়েছিল দেশের বাইরে।

উল্লেখ্য, আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়