শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের সাবেক কোচ অ‌স্ট্রেলিয়ান গি‌লে‌স্পি অ‌ভি‌যোগ তুল‌লেন পিসিবি সভাপতির বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : মহ‌সিন নাক‌ভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের সভাপ‌তি। যার কারণে প্রতিটি বোর্ড সভায় উপস্থিত থাকা তার জন্য বেশ কঠিন। তার বিরুদ্ধে এবার গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত না থাকার অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি।

ক্রিকেটারদের সঙ্গে কোচ, নির্বাচক ও বোর্ড সভাপতির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ টিম-বিল্ডিং সেশন চালু করেন পাকিস্তানের তৎকালীন দুই কোচ। যাকে তারা নাম দেন ‘কানেকশন ক্যাম্প’ নামে। ওই সময়ে পাকিস্তানের সাদা বলের কোচ ছিলেন গ্যারি কারস্টেন। সভায় যোগ দিতে কারস্টেন ও গিলেস্পি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে আসলেও মহসিন থাকেন অনুপস্থিত। 

দ্য হাওয়ি গেমস’ পডকাস্ট অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন জেসন গিলেস্পি। তিনি জানান, ‘গ্যারি (কারস্টেন) কানেকশন ক্যাম্পের দারুণ একটি ধারণা চালু করেছিলেন। এখানে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতেন পাকিস্তান ক্রিকেটের সংশ্লিষ্টরা। এমন এক সভায় থাকতে আমি অস্ট্রেলিয়া থেকে আসি, গ্যারি আসেন দক্ষিণ আফ্রিকা থেকে। অথচ (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সেখানে যুক্ত হন জুমে (অনলাইন প্ল্যাটফর্ম)।

গিলেস্পি আরও বলেন, ‘তিনি (নাকভি) লাহোরেই ছিলেন, কিন্তু তবুও তিনি আসেননি। অথচ আফ্রিকা থেকে চলে আসতে হয়েছে গ্যারিকে। তখনই আমাদের মনে হয়েছিল, মাত্র ২০ মিনিট দূরত্বের পথ পাড়ি দিতে পারলেন না সভাপতি– এটি কিছুটা অস্বাভাবিকই বটে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়