শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নি‌কোলাস পুরান আর আন্তর্জাতিক ক্রিকেট খেল‌বেন না

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। ২৯ বছর বয়সেই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন পুরান।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পুরান আরও লিখেছেন, 'এই খেলাটি আমাদের অনেক কিছু দিয়েছে এবং এখনও দিচ্ছে - আনন্দ, অবিস্মরণীয় স্মৃতি এবং ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধিত্ব করার সুযোগ। মেরুন জার্সি পরা, জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়ে থাকা এবং মাঠে পা রাখার সময় আমার সর্বস্ব বিলিয়ে দেওয়া... এটা আমার কাছে আসলে কী, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া এমন একটি সম্মান যা আমি সবসময় আমার হৃদয়ের কাছে রাখব।

২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় পুরানের। অল্প বয়সে অবসর নিলেও ওয়েস্ট ইন্ডিজের সফলতম টি-টোয়েন্টি ব্যাটসম্যান পুরান। ১০৬ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান ২ হাজার ২৭৫। স্ট্রাইক রেট ১৩৬.৩৯। ফিফটি ১৩টি, সর্বোচ্চ ৯৮। ছক্কা মেরেছেন ১৪৯টি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, রান, ছক্কা, সব রেকর্ডই তার। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেক হয় পরানের। ৬১ ম্যাচে প্রায় ১০০ স্ট্রাইকরেটে ৩৯.৬৬ গড়ে রান ১ হাজার ৯৮৩। সেঞ্চুরি ৩টি, ফিফটি ১১টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়