শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকেটের চে‌য়ে প‌রিবা‌রের পেট চালানো জরুরি: আ‌ন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক :  টেস্ট ক্রিকেট নিয়ে একেক জনের ভাবনা একেক রকম। কেউ কেউ টেস্টকে বাকি ফরম্যাটের চেয়ে এগিয়ে রাখতে পছন্দ করেন। সম্প্রতি টেস্টকে আইপিএলের চাইতে পাঁচ স্তর উচুতে দেখেন। তবে আন্দ্রে রাসেলের ভাবনা ভিন্ন। তার কাছে টেস্ট ক্রিকেটের চাইতে পরিবারের পেট চালানো আগে। -- ডেই‌লি ক্রিকেট     

সম্প্রতি 'গার্ডিয়ান'কে দেওয়া এক সাক্ষাৎকারে রাসেল বলেন, 'আপনি যদি ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশ থেকে আসেন, যেখানে টেস্ট খেলোয়াড়দের যত্ন নেয়া হয়, তাহলে সেটা ওয়েস্ট ইন্ডিজের বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা।'

টেস্ট খেলুড়ে বাকি দেশগুলোর চাইতে ওয়েস্ট ইন্ডিজের সংস্কৃতি ভিন্ন। সেই বাস্তবতা তুলে ধরেছেন রাসেল। তিনি বলেন, 'এই খেলোয়াড়েরা (ভারত-অস্ট্রেলিয়ার) টেস্ট ক্রিকেট খেলতে মোটা অঙ্কের কেন্দ্রীয় চুক্তি পায়, বড় মঞ্চে খেলার সুযোগ পায়। হ্যাঁ, তারাও খেলতেই চায়। আর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়? আপনি হয়তো ৫০ বা ১০০টা টেস্ট খেলবেন, কিন্তু অবসরের পর দেখবেন, দেখানোর মতো বিশেষ কিছু নেই।'

রাসেল আরও যোগ করেন, 'বেঁচে থাকার জন্য উপার্জনটা মুখ্য, অবশ্যই আপনি চাইবেন এমন একটা জীবন, যেখানে স্বাচ্ছন্দ্যে বাঁচা যায় এবং পরিবারকে ভালোভাবে দেখাশোনা করা যায়।'

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয়েছিল রাসেলের। সেটাই তার একমাত্র টেস্ট। এরপর আর কখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা পোশাকে মাঠে নামার সুযোগ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়