স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড দলের স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম সিরিজেই বাজিমাত করলেন হ্যারি ব্রুক। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে ধবলধোলাই করার স্বাদ পেলেন তিনি।
ওভালে টস জিতে ক্যারিবীয়দের আগে ব্যাটিংয়ে পাঠান ব্রুক। উইন্ডিজের স্কোর যখন ১৫ ওভারে ৩ উইকেটে ৮৩, তখন হানা দেয় বৃষ্টি। এরপর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪০ ওভারে। রাদারফোর্ডের ৭১ বলে ৭০, গুদাকেশ মোতির ৫৪ বলে ৬৩ ও আলজারি জোসেফের ২৯ বলে ৪১ রানে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ২৫১/৯।
তাড়া করতে নেমে জয় পেতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ওপেনার জেমি স্মিথ মাত্র ২৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। আরেক ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৫৮। রানের এই গতি বজায় রাখেন পরবর্তী ব্যাটাররা। জো রুট করেন ৪৯ বলে ৪৪, বাটলার করেন ২০ বলে অপরাজিত ৪১।
দল যখন জয়ের বন্দরে পৌঁছে যায়, ব্রুক তখন ২৬ রানে অপরাজিত। ৬২ বল বাকি থাকতে ৭ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড। এতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।
এবান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী শুক্রবার (৬ জুন) অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি।