শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাকিবকে জাতীয় দ‌লে ফেরা‌তে নির্বাচকদের দিকে তাকিয়ে বি‌সি‌বির নতুন সভাপ‌তি

স্পোর্টম ডেস্ক : সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থমকে গেছে ৮ মাস আগেই। দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নেওয়ার স্বপ্নটাও পূরণ হয়নি। দেশের বাইরেও আপাতত তাকে বিবেচনায় নেয়নি নির্বাচকরা।

বিসিবিতে সভাপতি হিসেবে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল। সাবেক এই অধিনায়ক কি পারবেন সাকিবকে ফেরাতে? দেশের হয়ে টাইগার অলরাউন্ডারকে কি দেখা যাবে আরেকবার? --- ডেই‌লি ক্রিকেট

বুলবুলের কাছে এমন সব প্রশ্ন করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন এই ইস্যুতে পুরো ব্যাপারটাই নির্বাচকদের হাতে।

তিনি যেমনটা বলছিলেন, 'এটা সম্পূর্ণ নির্বাচক টিমের ওপর নির্ভর করে। তাঁরা যদি মনে করেন, সে (সাকিব) দলে আসবে, দলে পারফর্ম করতে পারবে। অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে।’

এর আগে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার অপেক্ষায় ছিলেন সাকিব। দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েও দুবাই থেকে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। মূলত নিরাপত্তা ইস্যুতে সরকারের পক্ষ থেকে ছিল নেতিবাচক বার্তা। বিসিবির নতুন সভাপতি অবশ্য এসব নিয়ে বিস্তারিত আলাপে না গিয়ে ক্রিকেটার সাকিবকে মূল্যায়ন করলেন।

আমিনুল ইসলাম বলেন, 'আমি আসলে একেবারে অতটা বিস্তারিত জানি না। তবে ক্রিকেটার সাকিব নিয়ে বলতে চাই যে অবশ্যই সে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়। পারফরম্যান্স বলেন, সব মিলিয়ে দেশের প্রতি তার অবদান রয়েছে। সেটা অবিশ্বাস্য।

অবশ্যই এটা আমাদের যে নির্বাচক প্যানেল আছেন, তাঁদের একটা পলিসি আছে। সাকিব মাঝেমধ্যে দলের বাইরে চলে গেছে। সেটা তাঁরা (নির্বাচক প্যানেল) যদি বিবেচনা করেন, তখন আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়