শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে চ্যাম্পিয়ন  আর‌সি‌বি পে‌লো ২০ কোটি রু‌পি, রানার্সআপ পাঞ্জাব ১৩ কোটি

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রথম সংস্করণ শুরু হয় ২০০৮ সালে। তখন চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪.৮ কোটি রুপি, রানার্সআপ দলের ২.৪ কোটি রুপি। সময় গড়িয়ে সেই আইপিএলের এখন ১৮তম সংস্করণ শেষ হ‌লো। আর প্রাইজমানির অঙ্কও বেড়েছে ধীরে ধীরে।

মাত্র ৪.৮ কোটি রুপি প্রাইজমানি দিয়ে ২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। সময়ের পরিক্রমায় আইপিএল রূপ নিয়েছে বিলিয়ন ডলার লিগে। সঙ্গে সঙ্গে বেড়েছে প্রাইজমানিও। মঙ্গলবার আইপিএলের ১৮তম আসরের ফাইনালে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।

 আইপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন দল পায় ২০ কোটি রুপি। আর রানার্স আপ দল পে‌য়ে‌ছে ১৩ কোটি রুপি।
২০০৮-২০০৯ আইপিএলে চ্যাম্পিয়ন দল ৪.৮ কোটি রুপি পেলেও রানার্স আপ দল পেয়েছিল মাত্র ২.৪ কোটি রুপি। এরপর ২০১০ সাল থেকে ২০১৩ আইপিএলে প্রাইজমানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। চ্যাম্পিয়ন দল পেয়েছে ১০ কোটি রুপি আর রানার্স আপ দল পেয়েছে ৫ কোটি রুপি।

এরপরের দুই আইপিএলে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৫ কোটি রুপি। আর রানার্সআপ দল পেয়েছে ১০ কোটি রুপি। ২০১৬ আইপিএলে প্রাইজমানি ১ কোটি বাড়িয়ে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি করা হয় ১৬ কোটি রুপি। রানার্সআপের প্রাইজমানি বাড়ানো হয়নি সেবার। অবশ্য ২০১৭ আইপিএলে আবার ১ কোটি কমিয়ে ১৫ কোটি রুপিতে ফিরিয়ে আনা হয় প্রাইজমানি।

তবে বাড়ানো হয় রানার্স আপ দলের প্রাইজমানি। আড়াই কোটি বাড়িয়ে তাদের দেয়া হয় ১২.৫ কোটি রুপি। ২০২০ সালে করোনা মহামারির সময় অর্থনৈতিক সমস্যায় পড়ে আইপিএল। সেই সময় তাদের প্রাইজমানি ১০ কোটি রুপিতে নামিয়ে আনা হয়। রানার্স আপ দল পায় সেবার ৬.২৫ কোটি রুপি।

মহামারি শেষে ২০২১ আইপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ করা হয় ১০ কোটি রুপি। আর রানার্স আপ দল পায় ১২.২ কোটি রুপি। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি অপরিবর্তিত থাকে। ২০ কোটি রুপি করে পায় চ্যাম্পিয়ন দল। আর রানার্সআপ দল পায় ১৩ কোটি রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়