শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড ক্রিকে‌টে কেন্দ্রীয় চু্ক্তিতে একাধিক তরুণ খে‌লোয়াড়, নেই উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : নিউ‌জিল‌্যান্ড ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ২০ জনের তালিকায় আছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তাদের মধ্যে পেস বোলার জ্যাক ফোকস ও লেগ স্পিনার আদি অশোক।

তবে তালিকায় নেই সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। অবশ্য ডানহাতি এ ব্যাটারের কেন্দ্রীয় চুক্তিতে না থাকা অনুমিতই ছিল। শুধু উইলিয়ামসন নয়, চুক্তিতে নেই ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং লকি ফার্গুসনের মতো ক্রিকেটার।

গত বছর চুক্তিতে থাকা ঈশ সোধি, এজাজ প্যাটেল এবং জশ ক্লার্কসনকে এবার বাদ দেয়া হয়েছে। এছাড়া অবসর নেয়ায় চুক্তিতে নেই টিম সাউদির নামও।

তবে চুক্তিতে জায়গা পেয়েছেন হে ও আব্বাস। পাকিস্তান সিরিজে দুইজনই দুর্দান্ত খেলেছেন। আব্বাস তো ২৪ বলে ফিফটি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। হে খেলেছিলেন ৯৯ রানের একটি ইনিংস। ফাস্ট বোলার কিউইদের হয়ে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলেছেন।

চুক্তিতে তাদের নাম থাকার বিষয়ে এনজেডসির সিইও স্কট ওয়েননিক বলেন, 'মিচ, মোহাম্মদ, আদি এবং জ্যাকের সঙ্গে চুক্তি আমাদের সিস্টেম থেকে দুর্দান্ত তরুণদের উঠে আসারই প্রতিফলন। এই খেলোয়াড়রা দেখিয়েছেন তারা শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা প্রস্তুত এবং ব্লাকক্যাপসদের প্রতিনিধিত্ব করতে তাদের ক্ষুধা অপ্রতিরোধ্য।

-- ২০২৫-২৬ মৌসুমের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি: মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপমান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারেল মিচেল, হেনরি হেনরি নিকোলস, উইল ও'রুর্কি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ ও উইল ইয়ং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়