স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইনস্টাগ্রাম’-এ পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে এ ব্যাটার।
ক্লাসেন অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, 'এটি একটি দুঃখের দিন আমার জন্য, কারণ আমি ঘোষণা দিচ্ছি যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতের জন্য আমার ও আমার পরিবারের জন্য কী সেরা হবে তা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। এটি সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু এখন আমি সম্পূর্ণ শান্তিতে আছি।
তিনি আরও লিখেছেন, 'প্রথম দিন থেকেই, এটি ছিল আমার দেশের প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় সম্মান এবং এটি ছিল সেই সবকিছুর প্রতিফলন যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। আমি অনেক দারুণ বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করেছি যেগুলো আমি সারাজীবন মনে রাখব। প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ আমাকে এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত করিয়েছে যারা আমার জীবন বদলে দিয়েছে, এবং তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। প্রোটিয়াস জার্সি পরার পথটা আমার জন্য একটু ভিন্ন ছিল, এবং কিছু কোচ ছিলেন যারা আমার ওপর সবসময় বিশ্বাস রেখেছেন — আমি তাঁদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো।
আক্রমণাত্মক ব্যাটার হিসেবে বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত ক্লাসেন। অনেক বোলারেরই রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না ক্লাসেন শো। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ডানহাতি এ ব্যাটার। সবশেষ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ ওয়ানডেতে ৪৩.৬৯ গড়ে ২১৪১ রান করেছেন ক্লাসেন। টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচে তার রান ১০০০। এ সময় ১৪১.৮৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন প্রোটিয়া এ ক্রিকেটার। ৪ টেস্টে করেছেন ১০৪ রান।