শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বয়‌সের ভা‌রে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের পদ ছাড়ছেন রজার বিনি, বিকল্প হিসেবে আস‌ছেন রাজীব শুক্লা?

স্পোর্টস ডেস্ক : সদ্য বি‌সি‌সিআই-এর সচিব পদে বদল এসেছে। জয় শাহর জায়গায় সচিব হয়েছেন দেবজিৎ শইকিয়া। এবার বোর্ডের প্রেসিডেন্ট পদে বদল আসতে চলেছে। মেয়াদ শেষ হতে চলেছে বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির। আর তাঁর জায়গায় দায়িত্বে আসতে পারেন বি‌সি‌সি  আইর-এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। -- ই‌ন্ডিয়ান এক্স‌প্রেস 

 দীর্ঘদিন ধরে বি‌সি‌সিআইর সদস্য রাজীব শুক্লা, তাঁকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বসানো হতে পারে। চলতি বছরের ১৯ জুলাই রজাব বিনি ৭০ বছরে পা দেবেন। নিয়ম অনুযায়ী, ৭০ বছর বয়সের পর আর বো‌র্ডের কোনও পদে থাকা যায় না। ফলে মেয়াদ ফুরনোর আগেই বিনিকে সরতে হচ্ছে। অন্যদিকে রাজীব শুক্লার বয়স ৬৫। জুলাই মাসে রজাব বিনি ৭০-এ পা দিলে, তাঁর জায়গায় রাজীব শুক্লা বসতে পারেন তিন মাসের জন্য। কারণ, অক্টোবর মাস পর্যন্ত বোর্ড প্রেসিডেন্টের মেয়াদ রয়েছে, সেক্ষেত্রে তিন মাস কাজ চালাতে পারেন রাজীব শুক্লা। যা খবর, তাতে তাঁকে রজার বিনির জায়গায় প্রেসিডেন্ট করা হতে পারে।

২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় রজাব বিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। যেটা নিয়ে বিতর্ক হয়েছিল। সৌরভকে সরানো হলেও তাঁর সময়রা সচিব জয় শাহ ফের নির্বাচিত হন। সেই সময়ে সৌরভের জায়গায় প্রেসিডেন্ট হওয়ার জন্য একমাত্র রজার বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়