শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ানডে ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান ম্যাক্সওয়েলের বিদায়

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ততম এই ফরম্যাটে খেলা চালিয়ে যেতে পারেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার।

সোমবার দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে ওয়ানডে থেকে নিজের অবসরের কথা জানান ম্যাক্সওয়েল। ফলে গত মার্চে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালের ম্যাচটি অস্ট্রেলিয়ার জার্সি গায়ে এই ফরম্যাটে তার শেষ ম্যাচ হয়ে রইল। সেই ম্যাচের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। -- অলআউট স্পোর্টস

অবসরের কারণ হিসেবে ৩৬ বছর বয়সী ম্যাক্সওয়েল জানান, ২০২২ সালে পা ভাঙার পর ওয়ানডে ক্রিকেট তার শরীরের ওপর অনেক বেশি ধকল যাচ্ছিল। এর প্রভাব তিনি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলোতেও টের পেয়েছেন।

আমি অনুভব করছিলাম যে, দলকে কিছুটা হতাশ করছি, কারণ আমার শরীর কন্ডিশনের সঙ্গে তাল মিলিয়ে পারছিল না। আমি নির্বাচক জর্জ বেইলির সঙ্গে খোলামেলা কথা বলি। আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে আলোচনা করি এবং আমি বলি, ‘আমি মনে করি না যে আমি সেখানে থাকব, এখনই সময় নতুন কারও ওপর বিনিয়োগ করার, যেন সে এই জায়গা নিজের করে নিতে পারে।’ আশা করি, যারা আমার জায়গায় আসবে, তারা যথেষ্ট সময় পাবে নিজেদের গড়ে তোলার জন্য।”

“আমি সবসময় বলে এসেছি, আমি আমার জায়গা ছেড়ে দিব না যতদিন না আমি মনে হবে আমি আর ভালো করছি না। আমি আর কয়েকটি সিরিজের জন্য নিজের জায়গা ধরে রেখে স্বার্থপরের মতো খেলতে চাইনি।

দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী ম্যাক্সওয়েলকে ওয়ানডে ইতিহাসে অমর হয়ে থাকবেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার অতিমানবীয় ২০১ রানের অপরাজিত ইনিংসের জন্য। মুম্বাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইতিহাসের একমাত্র ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি।

ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনি। ভারতে অনুষ্ঠিত সেই আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে শতক পূর্ণ করেন ম্যাক্সওয়েল।

২০১২ সালে ওয়ানডে অভিষেক হওয়া এই ক্রিকেটার ১৪৯ ম্যাচের ক্যারিয়ারে ৩৩ দশমিক ৮১ গড় ও চার সেঞ্চুরিতে ৩ হাজার ৯৯০ রান করেছেন। ওয়ানডেতে ২ হাজারের ওপর রান করেছে এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ১২৬ দশমিক ৭০ স্ট্রাইক-রেট ম্যাক্সওয়েলের। এছাড়া সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসে তার চেয়ে বেশি স্ট্রাইক-রেট আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের।

ব্যাট হাতে ঝড় তোলা ছাড়াও বল হাতে অফ-স্পিনে দলের কাজে এসেছেন বহুবার। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিযানে দলের একমাত্র স্পিনার ছিলেন তিনি। অন্যদিকে ২০২৩ সালে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে কিপ্টে বোলিং করে দলে অবদান রাখেন। বল হাতে ১১৯ ইনিংসে তার শিকার ৭৭ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়