শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক: তরুণ  প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়েছে ‘মিস্টার ঢাকা’ শরীরগঠন প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান বলেন, বডিবিল্ডিং শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনদর্শন; যেখানে নিয়ম, পরিশ্রম আর আত্মত্যাগের মূল্য দেওয়া হয় সবচেয়ে বেশি।

এবারের প্রতিযোগিতায় ১৫০টি ক্লাবের ২২০ জন শরীরগঠনবিদ ১০টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বডিবিল্ডিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য মোহাম্মদ ইলিয়াস, রুশলান হোসেন, আবদুল্লাহ খালেদ, শফিক আহমেদ চঞ্চলসহ অন্যান্যরা। 

দুইদিনের এই প্রতিযোগিতায় মেনস ফিজিক (১৬৬ সেমি ও ১৬৬ সেমি), শরীরগঠন (৫৫, ৬০, ৬৫, ৭০, ৮০ ও ৮০+ কেজি ওজন শ্রেনী), মাস্টার্স ক্যাটাগরি (৪০ বছরের উর্ধ্বে) এবং গেস্ট পোজিং ক্যাটাগরিতে শরীরগঠনবিদরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

মিস্টার ঢাকা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ঢাকার প্রতিটি অলিগলি থেকে উঠে আসা তরুণরা নিজেদের প্রমাণ করতে পারবেন বলে জানান, ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এই মঞ্চে শুধু পেশী নয়, তুলে ধরা হবে আত্মনির্মাণ, চরিত্র, এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার মতো গুণাবলী।

বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী ২০ হাজার, দ্বিতীয় স্থানের জন্য ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা অর্থ পুরস্কার। 

শরীরচর্চা শুধুই দেহগঠনের বিষয় নয়। এটি মন, নীতি ও জাতি গঠনের অংশ। আর মিস্টার ঢাকা সেই শক্তিশালী যাত্রারই প্রথম ধাপ। সোমবার (২ জুন) প্রতিযোগিতার শেষ দিন।  - প্রেস‌বিজ্ঞ‌প্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়