শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়ান অ‌্যাথ‌লে‌টিক্স, ভারতকে হারিয়ে জ‌্যাভ‌লি‌নে স্বর্ণপদক জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের আর্শাদ নাদিম এশিয়ান অ্যাথলেটিক্সের জ্যাভলিন ইভেন্টে স্বর্ণ জিতলেন। পদকের লড়াইয়ে তিনি হারিয়েছেন ভারতের সচিন যাদবকে। প্যারিস অলিম্পিকের পর প্রথম বিদেশ সফরেই সোনা জিতলেন নাদিম। তবে নীরাজ চোপড়াসহ ভারতের বেশ কয়েকজন খেলেননি এই প্রতিযোগিতায়।

শনিবার (৩১ মে) দক্ষিণ কোরিয়ার গুমিতে ৮৬.৪০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নাদিম। ভারতের সচিন ৮৫.১৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে জেতেন সিলভার পদক। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্চ জিতেছেন জাপানের ইয়ুতা সাকিয়ামা, তিনি ৮৩.৭৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

প্রথম কয়েকটি থ্রোয়ে অবশ্য এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ৮৩.২৭ মিটার ছুড়ে চতুর্থ স্থানে শেষ করেন। ভারতের আর এক খেলোয়াড় যশবীর সিংহ ৮২.৫৭ মিটার ছুড়ে পঞ্চম স্থানে শেষ করেছেন। ষষ্ঠ স্থানে চিনের হু হাওরান শেষ করেন। 

এ দিকে ভারতের পারুল চৌধরি দ্বিতীয় রুপা পেয়েছেন। ৫০০০ মিটার স্টিপলচেজে ১৫:১৫.৩৩ সেকেন্ডে শেষ করে রুপা পান তিনি। জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছেন কুজুর। ছেলেদের ২০০ মিটার দৌড় ২০.৩২ সেকেন্ডে শেষ করেন তিনি।

এশিয়ান গেমসের পদকজয়ী ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেয়েছেন। ৫৬.৪৬ সেকেন্ড সময় করেছেন তিনি। নারীদের ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন পূজা। তিনি ২:০১.৮৯ সেকেন্ড সময় করেছেন। নারীদের ২০০ মিটার ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন জ্যোতি ইয়ারাজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়