শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০১:২৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের কা‌ছে ‌সি‌রিজ হা‌রায় টি-টোয়েন্টিতেও র‌্যাং‌কিং‌য়ে আফগানিস্তানের নিচে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অশান্ত ক্রিকেট বোর্ড, মা‌ঠের খেলায় কিভা‌বে দাগ কা‌টে তার সমুনা এটা, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও দশে নেমে গেছে বাংলা‌দে‌শের ক্রিকে‌টের র‌্যাং‌কিং। আরব আমিরাত থেকে শুরু করে পাকিস্তান, টানা চারটি টি-টোয়েন্টিতে হেরে আফগানদেরও নিচে এখন লিটন-শান্তরা।

শনিবার (৩১ মে) আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০–এ অবস্থান করছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত এ তালিকার ১৫ নম্বরে রয়েছে। বাংলাদেশের সাথে জিতে তাদের ৪ পয়েন্ট বেড়েছে। দলটির পয়েন্ট এখন ১৮৩।

এদিকে টানা চার ম্যাচ হেরে বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৬২ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট ২২৯।

ক্রিকেটের এই সংস্করণে ২০১২ সালে একবার টাইগাররা র‍্যাঙ্কিংয়ের চারে উঠেছিল। এই ফরম্যাটে সেটিই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।

ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশের থেকে বেশ এগিয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের দশের বিপরীতে আফগানরা রয়েছে তালিকার সাত নম্বরে। টেস্টে আফগানদের অবস্থান ১১-তে। বাংলাদেশ আছে ওয়েস্ট ইন্ডিজের পরের স্থান অর্থাৎ ৯-এ। এর পরেই রয়েছে আয়ারল্যান্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বয়স হয়ে ২৮ বছর, আফগানিস্তানের ১৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়