শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ১২:০০ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করলো জাতীয় ক্রীড়া প‌রিষদ

স্পোর্টস ডেস্ক : স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, একচ্ছত্র আধিপত্য ও বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ এনে ফারুক আহমেদের ওপর অনাস্থা প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তিন পৃষ্ঠার চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। পাশাপাশি বিসিবি সভাপতির মনোনয়ন বাতিল করার অনুরোধ করেছিলেন তারা। বিসিবি পরিচালকদের অভিযোগ আমলে নিয়ে ফারুকের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার (২৯ মে ) রাতে এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে তারা। -- ক্রিক‌ফ্রেঞ্জি

গত বছর দায়িত্ব পেলেও বোর্ডের বিভিন্ন কমিটি পুনর্গঠনে ৫ মাস সময় নেন ফারুক। ওই সময়ের মাঝে নিজের একক সিদ্ধান্তে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে সরিয়ে ফিল সিমন্সকে দায়িত্ব দেন তিনি। এ ছাড়া বিপিএলে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে নানারকম অনিয়ম করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন পরিচালকরা।

আকরাম খান বাদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন নাজমুল আবেদিন ফাহিম, সাইফুল আলম স্বপন চৌধুরি, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, মাহবুবুল আনাম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাহউদ্দিন চৌধুরি। তারা এমন অভিযোগ আনার পরই ফারুকের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয় এনএসসি। ফলে বিসিবির পরিচালক হিসেবে থাকা হচ্ছে না ফারুকের।

এনএসসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ- এর ১৯/০৮/২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতঃপূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদ এর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ০৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে জনাব ফারুক আহমেদ এর অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতঃপূর্বের মনোনয়ন বাতিল করা হলে। এমতাবস্থায়, এতদসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো।

ফারুকের কাজে সন্তুষ্ট হতে না পেরে বুধবার (২৮ মে) রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে জানিয়ে রেখেছিলেন, সরকার তাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চায় না। আসিফ মাহমুদের এমন কথার পর খানিকটা সময় চেয়েছিলেন তিনি। তবে পরদিন ফারুক নিশ্চিত করেন সুনির্দিষ্ট কারণ ছাড়া সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি।

এমন খবর বেরোলে একটু পরই জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়ে দেয়া বিসিবির ৮ পরিচালকের চিঠি সামনে আসে। সেটার জেরে এবার বিসিবির পরিচালকের পদ হারিয়েছেন ফারুক। এদিকে জানা গেছে, আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতির দায়িত্ব দিতে চায় এনএসসি। লম্বা সময় আইসিসিতে কাজ করা বাংলাদেশের সাবেক অধিনায়ককে পরিচালক হতে ইতোমধ্যে চিঠিও ইস্যু করেছে তারা। এমনটা হলে কাল সভাপতির দায়িত্ব বুঝে নিতে পারেন আমিনুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়